1/9: রাজ্যের একের পর এক নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীদের নাম জড়ানোর ফলে বিগত কয়েক মাসে রাজ্যের শাসক দল তৃণমূলের ভাবমূর্তিতে যথেষ্ট প্রভাব পড়েছে। কেবলমাত্র বিরোধী দলগুলির লাগাতার আক্রমণই নয়, এরই সাথে কেন্দ্রের কাছ থেকে বিভিন্ন খাতের জন্য বরাদ্দ প্রাপ্য বকেয়া টাকাও আটকে রয়েছে।
2/9: অন্যদিকে, সামনেই পঞ্চায়েত ভোট। এমতাবস্থায় বিভিন্ন দফতরে বিপুল সংখ্যক পদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
3/9: মঙ্গলবার দুপুরে নবান্নে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তিনি রাজ্যের একাধিক ক্ষেত্রে একাধিক শূন্যপদে নিয়োগের উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেন।
4/9: বৈঠকে মমতা বলেন, প্রাথমিক বিদ্যালয় গুলিতে প্রায় 11 হাজার শূন্যপদে দ্রুত প্রার্থী নিয়োগ সম্পন্ন করে ফেলবে রাজ্য সরকার। অন্যদিকে, উচ্চ প্রাথমিকে 14 হাজার 500 শূন্যপদে নিয়োগ করা হবে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের সাড়ে 24 হাজার শূন্যপদে নিয়োগ তাড়াতাড়ি সম্পূর্ণ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার।
5/9: প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পাশাপাশি রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি মিলিয়ে মোট 2 হাজার 200 অধ্যাপক নিয়োগের উদ্যোগ নেওয়ার হবে বলে জানানো হয়। রাজ্য পুলিশের বিভিন্ন পদ মিলিয়ে মোট 20 হাজার শূন্যপদ রয়েছে, সেই গুলিতেও প্রার্থী নিয়োগের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর সাথে সাথে রাজ্যের আবগারি দফতরে কনস্টেবল পদে প্রায় 3 হাজার কর্মী নিয়োগ করা হবে বলেও জানানো হয়।
6/9: শিক্ষা এবং পুলিশ ছাড়াও নিয়োগ হবে সমাজ কল্যাণ দফতরে। এর আওতায় 9 হাজার 593 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 13 হাজার 826 অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করার কথাও ঘোষণ করা হয়েছে বৈঠকে। রাজ্যের স্বাস্থ্য দফতরে 2 হাজার চিকিৎসক এবং 7 হাজার নার্স নিয়োগের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন মমতা।
7/9: কমিউনিটি হেল্থ বিভাবগে 7 হাজার আশাকর্মী নিয়োগ করা হবে। অন্যদিকে, গ্রুপ ডি-তে 12 হাজার এবং গ্রুপ সি-তে আরও 3 হাজার শূন্যপদে কর্মী নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের শূন্যপদ গুলিতে আরও 17 হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। বৈঠকে মমতা বলেন, আগামী এক বছরে সবমিলিয়ে 1 লক্ষ 25 হাজার শূন্যপদে কর্মী নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
8/9: প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রপ সি, গ্রুপ ডি, পৌরসভা ইত্যাদি সমস্ত রকম নিয়োগেই দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই কয়েক হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে।
9/9: এমতাবস্থায় আজকের বৈঠকে এ বার রাজ্যের বিভিন্ন দফতর মিলিয়ে 1 লক্ষাধিক শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠকে জানান, আগামী এক বছরের মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে 1 লক্ষ 25 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য সব রকম পরিকল্পনা করে ফেলেছে রাজ্য সরকার।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- অফিস সুপারিনটেনডেন্ট পদে চাকরি
- কলকাতা ISI ইন্সটিটিউটে চাকরি
- রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে গ্রুপ A, B, C পদে চাকরি
- কেন্দ্রীয় বিদ্যুৎ দফতরে চাকরি, ২৫ হাজার টাকা বেতন