সরকারি কর্মীদের জন্য ১০ হাজার টাকার উপহার! টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে

10 thousand rupees gift for government employees

1/6: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড়ো সুখবর নিয়ে এলো মোদী সরকার। দেশ মেতে উঠেছে রঙের উৎসবে। এমতাবস্থায় দোল উপলক্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ঘোষণা করা হয়েছে স্পেশাল ফেস্টিভ্যাল অ্যাডভান্স স্কিমের। এই স্কিমের আওতায় কেন্দ্রের সরকারি কর্মচারীরা ১০ হাজার টাকা করে পাবেন। এই স্কিমের আওতায় কর্মচারীরা অগ্রিম দশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন।

2/6: এই স্কিমের সব থেকে বড় সুবিধা হল এর জন্য সরকারি কর্মীদের কোনও সুদও দিতে হবে না। তবে এই টাকাটা খরচ করতে হবে ৩১ শে মার্চের মধ্যে। এবছরের মত গত বছরেও কর্মচারীদের জন্য কেন্দ্রর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছিল। আসলে অর্থমন্ত্রকের তরফ থেকে প্রতিবছরই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই টাকাটা উপহার দেওয়া হয়।

3/6: কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা সরকারের তরফে পাঠিয়ে দেওয়া হয়। সরকার প্রদত্ত এই টাকা কর্মচারীরা নিজেদের কাজে ব্যবহার করতে পারেন। সরকারি এই স্কিমের সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হল, কর্মীদের ধার হিসেবে এই টাকা দেওয়া হলেও এখানে দিতে হয় না কোনও সুদ। কেবলমাত্র আসল টাকাটা শোধ করতে হয়। প্রতিমাসে এক হাজার টাকা করে দশ মাস পর্যন্ত এই টাকা পরিশোধ করতে পারবেন কর্মীরা।

4/6: চলতি বছরে এই স্কিমের জন্য কেন্দ্রের তরফে ৪০০০-৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রে টাকা লেনদেনের চার্জ বহন করবে ব্যাঙ্ক। কেন্দ্রীয় কর্মচারীরা এই টাকা শুধুমাত্র ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেই খরচা করতে পারবেন।

5/6: প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসের বেতন থেকেই কেন্দ্র সরকারি কর্মচারীরা পাবেন বর্ধিত ডিএ-এর সুবিধা। এই বছর কেন্দ্রের তরফে ডিএ বৃদ্ধি করা হয়েছে চার শতাংশ।

6/6: সাধারণত কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ (DA) এবং ডিআর (DR) বৃদ্ধি করে থাকে। গত বছর সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছিল মার্চ মাসের আর্থিক বছরে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলোও পড়ুন 👇👇

💡 রাজ্যে ২ হাজারের বেশি ভুয়ো B.Ed, D.El.Ed কলেজের হদিশ

💡 পরিবেশ ভবনে ক্লার্ক, MTS সহ অনেকগুলো পদে চাকরি

💡 সারা রাজ্যে কৃষি দপ্তর, গ্রন্থাগার সহ বিভিন্ন দফতরে কয়েক হাজার চাকরি