১১ হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্যানেল কবে প্রকাশ হবে? গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিন

11000-primary-teacher-recruitment-panel-when-will-be-published

1/8: নিয়োগ দুর্নীতি বিতর্কের মধ্যেই ১১ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে এল গুরুত্বপূর্ণ আপডেট। গত বছর এই ১১ হাজার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল। বেরিয়েছিল বিজ্ঞপ্তি।প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এই শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব একেবারে শেষ পর্যায়ে এসে হাজির। সেই প্রক্রিয়া মিটলেই দ্রুত চাকরিপ্রার্থীদের মেধা তালিকা বা চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হবে।

2/8: তবে এবার নিয়োগ নিয়ে আর কোনও বিতর্ক হোক চাইছে না পর্ষদ। তাই চাকরিপ্রার্থীদের নথিপত্র তিনটি ধাপে নিখুঁতভাবে খুঁটিয়ে দেখার পর নিয়োগ প্যানেল বার করার সিদ্ধান্ত হয়েছে। পর্ষদ সূত্রে খবর, অগস্ট মাসের মধ্যে ১১ হাজার শিক্ষক নিয়োগের প্যানেল ঘোষণা করা হতে পারে।

3/8: গত এক দশকে প্রাথমিক শিক্ষা পর্ষদ যত নিয়োগ করেছে তার সবকটি নিয়েই দুর্নীতির অভিযোগ উঠেছে। পাশাপাশি নিয়ম ভেঙে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া এবং বেআইনি নিয়োগ করার মতো গুরুতর অভিযোগেও বিদ্ধ হতে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এই নিয়ে গুচ্ছ গুচ্ছ মামলা ঝুলছে আদালতে।

4/8: ২০১৬  সালে নিয়োগ করা প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কী তা স্পষ্ট নয়। অতীতের সেইসব ভুল থেকে শিক্ষা নিয়ে পর্ষদ এবার সম্পূর্ণ বিতর্কহীন নিয়োগ করতে চায়। তার জন্যই এবার সাবধানতা অবলম্বন করা হয়েছে।

5/8: প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ২৪ জুলাই এই ১১ হাজার শিক্ষক নিয়োগের শেষ পর্যায়ের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ঐদিন ১৯ তম ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে চাকরিপ্রার্থীদের একাংশকে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষকের ১১ হাজার পদের জন্য এবার ৪০ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।

6/8: যোগ্যতামান পূর্ণ করা সকল চাকরিপ্রার্থীকেই ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে। যা আগামী সোমবার শেষ হবে। ইন্টারভিউ পর্ব ঘিরে এবার বিতর্ক এড়াতে চাকরিপ্রার্থী শিক্ষকদের চক-ডাস্টার ধরিয়ে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হচ্ছে। পাশাপাশি গোটা ইন্টারভিউ পর্ব ভিডিওগ্রাফি করছে পর্ষদ। এমনকি যে বিশেষজ্ঞরা ইন্টারভিউ নিচ্ছেন তাঁদের নম্বর কোন‌ও কাগজে লেখা হচ্ছে না, তা সরাসরি পর্ষদের সার্ভারে আপলোড হয়ে যাচ্ছে।

7/8: প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, আগামী সোমবার চূড়ান্ত পর্বের ইন্টারভিউ মেটার পর দ্রুত মেধাতালিকা তৈরির কাজ করা হবে। তার জন্য চাকরিপ্রার্থীরা যে সকল নথি জমা দিয়েছেন তা তিনটি পর্যায়ে ভেরিফিকেশন করা হচ্ছে। কোন‌ও ত্রুটি রাখতে চাইছে না পর্ষদ।

8/8: তবে পর্ষদের একটি সূত্রের খবর, অগস্ট মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত প্যানেল ঘোষণা করে দেওয়া হতে পারে। যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল এই বিষয়ে নির্দিষ্ট কিছু বলতে চাননি। তাঁকে প্যানেল প্রকাশ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “কাজ চলছে। আমরা যথা সময়ে জানিয়ে দেব।”

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleAIIMS এ গ্রুপ-B এবং গ্রুপ-C অনেকগুলি পদে চাকরি, শীঘ্রই অনলাইনে আবেদন করুন | AIIMS Group-B, C Recruitment 2023
Next articleরাজ্যে কন্যাশ্রী প্রকল্পে গ্রুপ-C পদে চাকরি, মাসিক বেতন পাবেন 15 হাজার টাকা | Kanyashree Prakalpa Group-C Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here