এবার নতুন করে র্যাফ ব্যাটেলিয়ন তৈরী করতে উদ্যোগী হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এত দিন পর্যন্ত রাজ্যের সব জেলাতে কেবলমাত্র পুরুষদের র্যাফ ব্যাটেলিয়ন তৈরী করা হত। তবে, পরবর্তীতে মহিলাদের কথা ভেবে এবার মহিলা র্যাফ ব্যাটেলিয়ন তৈরীর পরিকল্পনা চলছে।
মূলত রাজনৈতিক দল বা সংগঠনগুলির মিছিলে যেসব মহিলারা বিক্ষোভরত থাকেন, তাদেরকে সরিয়ে দেবার জন্য পুরুষ পুলিশ কর্মীই এতদিন ব্যবহার করা হত। তবে এবার বদল আসছে এই পদ্ধতিতে। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাজ্য পুলিশ চাইছে সমস্ত মহিলাদের নিয়ে একটি পূর্ণ মহিলা র্যাফ ব্যাটালিয়ন তৈরি করতে।
পুলিশের তরফে পাওয়া সূত্রের খবর, বর্তমানে রাজ্যে তিনটি র্যাফ ব্যাটালিয়ন রয়েছে। তবে এই র্যাফগুলির সবগুলিই পুরুষ পুলিশকর্মী নিয়ে তৈরি। এই তিনটি র্যাফকে রাজ্যের তিনটি প্রান্তে আইনশৃঙ্খলা সামলাতে ব্যবহার করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন জেলায় মহিলা পুলিশ কর্মীদের নিয়ে একটি করে প্ল্যাটুন তৈরি করা হলেও, কোনো পূর্ণাঙ্গ মহিলা র্যাফ ব্যাটালিয়ন এর অভাব রয়েছে। তবে রাজ্যে পৃথক মহিলা র্যাফ ব্যাটালিয়ন না থাকলেও, কেন্দ্রীয় বাহিনীতে মহিলা র্যাফ ব্যাটালিয়ন আছে। এমনকি নাগাল্যান্ডের মত রাজ্যেও রয়েছে সম্পূর্ণ আলাদা বাহিনী।
রাজ্য পুলিশ থেকে পাওয়া খবর জানাচ্ছে, রাজ্যের মহিলা পুলিশ দিয়ে ইতিমধ্যে গঠিত উইনার্স বাহিনী মহিলাদের মিটিং মিছিল সংক্রান্ত বিক্ষোভ সামাল দিতে পারছে না। বর্তমানে ব্যারাকপুরে রাজ্য পুলিশের প্রায় 8000 নতুন কনস্টেবলের প্রশিক্ষণ চলছে। এদের মধ্যে রয়েছে 3600 জন মহিলাও। এরই সাথে, নতুন করে আরও 12 হাজার কনস্টেবল নিয়োগের জন্য নবান্নের কাছে ফের প্রস্তাব পাঠানো হয়েছে।
নিয়োগ সম্পন্ন হলে, এই সমস্ত মহিলা কনস্টেবলদের মধ্যে থেকে 1000 জনকে বাছাই করে নিয়ে স্পেশাল মহিলা র্যাফ ব্যাটালিয়ন গড়ার পরিকল্পনা করা হতে পারে। যদিও কীভাবে মহিলা র্যাফ ব্যাটালিয়ন তৈরি করা হবে, সেই নিয়ে এখনও পর্যন্ত রাজ্য পুলিশের থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ভারত ইলেকট্রনিক্স সংস্থায় চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, মাসিক বেতন 40 হাজার টাকা
👉 রাজ্যের স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে SAIL এ চাকরির বিজ্ঞপ্তি, 50 হাজার টাকা মাসিক বেতন
👉 প্রধানমন্ত্রী লাইব্রেরীতে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 ৫ হাজার শূন্যপদে WBPSC এর মাধ্যমে ক্লার্কশিপ এর চাকরি, শুরু হলো নিয়োগের প্রস্তুতি