রাজ্যের প্রাইমারীতে 12 হাজার শিক্ষক নিয়োগের সম্ভাবনা

12-thousand-teachers-are-likely-to-be-recruited-in-the-states-primary

1/5: ডিসেম্বর মাসে গত বছরের টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে পরীক্ষার মেধাতালিকা প্রকাশ হলেও উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হয়নি। ইতিমধ্যেই নতুন করে চলতি বছরের টেটের দিন ঘোষণা করা হয়েছে। পর্ষদ জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়া হবে।

2/5: এদিকে দীর্ঘ সময় ধরে নিয়োগ না হওয়ার ফলে প্রাথমিকের শূন্যপদের সংখ্যা এসে দাঁড়িয়েছে 12 হাজারে। তবে এই বিপুল পরিমাণ শূন্যপদে নিয়োগ কবে হবে, তা নিয়ে চলছে জল্পনা। এই নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে আদালতে কেস চলার ফলে 2022 সালের নিয়োগ প্রক্রিয়াকেও স্থগিত রয়েছে।

3/5: রাজ্যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার ফলেই এই বিশাল সংখ্যক শূন্যপদ তৈরি হয়েছে। হিসেব করলে দেখা যায় 2014 সালের উচ্চ প্রাথমিক, 2016 সালের উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক, 2017 সালের প্রাথমিক, 2020 সালের প্রাথমিক এবং 2022 সালের প্রাথমিকের পরীক্ষাতে দুর্নীতির ছড়াছড়ি। এই পরীক্ষা গুলিকে কেন্দ্র করে একাধিক মামলা চলছে বিভিন্ন আদালতে।

4/5: ঠিক এই কারণেই 2022 সালের নিয়োগ এখনও শুরু করতে পারেনি পর্ষদ। কারণ, সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চের তরফে গত জুলাই মাসে পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে, আগের অমীমাংসিত মামলা গুলির ফয়সালা সংক্রান্ত কোনো শুনানি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে হবে।

5/5: সুপ্রিম কোর্টে মামলা সংক্রান্ত এই বিষয়ের শুনানির দিন ঠিক করা হয়েছিল গত শুক্রবার। যদিও পরে জরুরী কারণবশত শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়। আজ, অর্থাৎ 25 সেপ্টেম্বর পুনরায় এই শুনানির দিন ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ফের চালু হতে পারে নিয়োগ প্রক্রিয়া। এখন সর্বোচ্চ আদালতের রায়ের দিকেই তাকিয়ে সফল পরীক্ষার্থীরা।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে CMOH এ অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 560 টি শূন্যপদে ভারতীয় কয়লা সংস্থায় কর্মী নিয়োগ, মাসিক বেতন 50 হাজার টাকা 

👉 জেলা আদালতে গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 কল্যানী AIIMS এ গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি, মোট 22 ধরনের পদে কর্মী নিয়োগ

👉 পশ্চিমবঙ্গের 6টি জেলায় এডুকেশন সুপারভাইজার পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

Previous articleAIIMS এ 36 ধরণের বিভিন্ন পদে গ্রুপ-B এবং গ্রুপ-C কর্মী নিয়োগ, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন
Next articleস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ | SBI Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here