আগামী এক বছরের মধ্যে রাজ্য সরকার প্রায় ১২,০০০ গ্রুপ-ডি কর্মী নিয়োগ করবে। আর সেই কারণে পুনর্জাগরিত করা হচ্ছে রাজ্য স্টাফ সিলেকশন কমিশন বা SSC-কে। সরকারের এই সিদ্ধান্তে খুশি চাকরিপ্রার্থীরা। কারণ দীর্ঘদিন ধরে বাংলায় বহু শূন্য পদ পড়ে আছে। কিন্তু নিয়োগ না হওয়ায় অপেক্ষা বাড়ছিল বেকারদের।
১ বছরের মধ্যে ১২ হাজার গ্রুপ-ডি নিয়োগ
সূত্রের খবর, আগামী এক বছরের মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ১২,০০০ চতুর্থ শ্রেণি বা গ্রুপ-ডি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১১ সালে তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর তারা স্টাফ সিলেকশন কমিশন তুলে দিয়ে বিশেষ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছিল। কিন্তু তাদের ভূমিকা নিয়ে পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন ওঠে।
এই বোর্ডের কাজ নিয়ে সন্তুষ্ট ছিল না সরকারও। আর তাই বিধানসভায় বিল এনে রিক্রুটমেন্ট বোর্ড তুলে দেওয়া হয়। বদলে ফিরিয়ে আনা হয় SSC-কে। জানা গিয়েছে প্রাথমিকভাবে ৬,০০০ গ্রুপ-ডি কর্মী SSC-এর মাধ্যমে নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়া খুব দ্রুত শুরু হয়ে যাবে বলেও খবর।
রাজ্যের SSC এর হাতে থাকবে নিয়োগের যাবতীয় দায়িত্ব
SSC-এর মাধ্যমে রাজ্যের গ্রুপ-ডি কর্মী নিয়োগের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের সচিব পর্যায়ের ডব্লিউবিসিএস অফিসার সৌমজিৎ দেবনাথকে SSC-এর পরীক্ষা নিয়মক পদে নিযুক্ত করা হয়েছে।
এছাড়াও স্টাফ সিলেকশন কমিশনের সচিব পদেও নিয়োগ দিয়েছে সরকার। SSC-এর মাধ্যমে পরীক্ষা নিয়ে চাকরি দিতে হলে এই দুই পদে নিয়োগ করাটা আবশ্যিক ছিল। তবে SSC-এর চেয়ারম্যান পদে এখনও পর্যন্ত কাউকে নিয়োগ করা হয়নি।
প্রাথমিকভাবে ৬০০০ শূন্যপদে নিয়োগ
বিষয়টি নিয়ে আপাতত রাজ্য প্রশাসনের উচ্চ মহলে আলোচনা চলছে। তবে শোনা যাচ্ছে চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ করার আগেই SSC গ্রুপ-ডি পদে প্রাথমিকভাবে ৬,০০০ জনের নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে পারে।
রাজ্যের বিভিন্ন দফতরের সরকারি চাকরিতে ভুরি ভুরি অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা সকলেরই জানা। এই নিয়ে বিতর্ক কম নেই। কিন্তু নতুন করে আর কোনও নিয়োগে বিতর্ক চাইছে না রাজ্য সরকার। সেই কারণেই দক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য SSC-কে ফিরিয়ে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, বিতর্ক এড়াতে গ্রুপ-ডি পদে চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ভিন রাজ্যের নামী বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হবে। এদিকে রাজ্য সরকারের শীর্ষ মহল সূত্রে খবর, SSC-এর বোর্ডে শুধু চেয়ারম্যান নয়, আরও বেশ কিছুজন সদস্য থাকতে পারেন। বিশেষত সংখ্যালঘু, তপশিলি জাতি ও ওবিসি শ্রেণি থেকে প্রতিনিধিদের নিয়ে SSC-এর পরিচালনাকারী বোর্ড গঠন করা হবে বলে খবর।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 2022 টেট পাশেদের জন্য চাকরির বিজ্ঞপ্তি কবে? অবশেষে মুখ খুললেন পর্ষদ সভাপতি
👉 রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ৭৫০০ শূন্যপদে নিয়োগের আপডেট
👉 রাজ্যে নতুন করে প্রচুর সিভিক ভলেন্টিয়ার নিয়োগ! বাড়ানো হচ্ছে বয়সসীমা
👉 রেলের টিকিট কালেক্টর কিভাবে হওয়া যায়? বিস্তারিত জানুন
👉 HSCC তে ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি, মাসিক বেতন 60 হাজার টাকা