যে সকল চাকরি প্রার্থীরা লাইফ কেয়ারে পদের কাজ করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট বড় সুখবর। HLL লাইফ কেয়ারের তরফ থেকে ১২১৭ শূন্যপদে অ্যাকাউন্টস অফিসার সহ বিভিন্ন পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সকল যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
HLL লাইফ কেয়ারে বিভিন্ন পদের মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, কোথায় আবেদনপত্র জমা করতে হবে, আবেদনের শুরু ও শেষ তারিখ কবে সেই সম্পর্কে আর্টিকেল রূপে নিচে উপস্থাপন করা হলো।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে
HLL লাইফ কেয়ারে অ্যাকাউন্টস অফিসার, এডমিন অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট কো-অর্ডিনেটরের, অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
HLL লাইফ কেয়ারে বিভিন্ন পদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ১২১৭ টি।
আরো আপডেট: ব্লকে মিড ডে মিল প্রোগ্রামে সুপারভাইজার পদে নিয়োগ! মাসিক বেতন পাবে ১০,০০০ টাকা করে
শিক্ষাগত যোগ্যতা
HLL লাইফ কেয়ারে বিভিন্ন পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন-
- অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে MBA পাশ সার্টিফিকেট থাকতে হবে।
- এডমিন অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে স্নাতক ও MBA পাশ সার্টিফিকেট থাকতে হবে।
- প্রজেক্ট কো-অর্ডিনেটরের ক্ষেত্রে স্নাতকোত্তর ও MBA পাশ সার্টিফিকেট থাকতে হবে।
- সেন্ট্রি ম্যানেজারের ক্ষেত্রে MBA পাশ সার্টিফিকেট থাকতে হবে।
- সিনিয়র ডায়ালিসিস টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, জুনিয়র ডায়ালাইসিস টেকনিশিয়ান এর ক্ষেত্রে বিএসসি, এমএসসি ও ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
- অ্যাসিস্ট্যান্ট ডায়ালাইসিস টেকনিশিয়ান এর বিএসসি ও ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
- অ্যাকাউন্টেন্ট বা স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটরের ক্ষেত্রে MBA পাশ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী HLL লাইফ কেয়ারে বিভিন্ন পদের ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন
HLL লাইফ কেয়ারে বিভিন্ন পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের মাসিক বেতন-
- অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে মাসিক বেতন ৪৭,৫০৭ টাকা।
- এডমিন অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে মাসিক বেতন ২৯,৮০৮ টাকা।
- প্রজেক্ট কো-অর্ডিনেটরের ক্ষেত্রে মাসিক বেতন ৪৭,৫০৭ টাকা।
- সেন্ট্রি ম্যানেজারের ক্ষেত্রে মাসিক বেতন ৪৭,৫০৭ টাকা।
- সিনিয়র ডায়ালিসিস টেকনিশিয়ানের ক্ষেত্রে মাসিক বেতন ৫৩,০৯৩ টাকা।
- ডায়ালিসিস টেকনিশিয়ান এর ক্ষেত্রে মাসিক বেতন ৩৫,৩৯৭ টাকা।
- জুনিয়র ডায়ালাইসিস টেকনিশিয়ান এর ক্ষেত্রে মাসিক বেতন ২৯,৮০৮ টাকা।
- অ্যাসিস্ট্যান্ট ডায়ালাইসিস টেকনিশিয়ান এর ক্ষেত্রে মাসিক বেতন ২৪,২১৯ টাকা।
- একাউন্টেন্ট বা স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটরের ক্ষেত্রে মাসিক বেতন ৪৭,৫০৭ টাকা।
আরো আপডেট: খাদ্য সুরক্ষা দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে চাকরি, ১৪ জুলাই পর্যন্ত আবেদন চলবে
নিয়োগ পদ্ধতি
HLL লাইফ কেয়ারে বিভিন্ন পদের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
- HLL লাইফ কেয়ারে বিভিন্ন পদের ক্ষেত্রে প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করার ফর্মটি ডাউনলোড করতে হবে।
- ফর্মটি ডাউনলোড করা হয়ে গেলে ফর্মটি ফিলাপ করতে হবে।
- ফর্ম ফিলাপ করা হয়ে গেলে ফর্মটির সাথে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জেরক্স করে একটি খামের মধ্যে দিয়ে নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আরো আপডেট: ৫৪৪ শূন্যপদে UCO ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ! প্রতি মাসে স্টাইপেন্ড পাবে ১৫,০০০ টাকা
আবেদন মূল্য
HLL লাইফ কেয়ারে বিভিন্ন পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
DGM (HR) HLL Lifecare Limited HLL Bhavan, #26/4 Velachery – Tambaram Main Road Pallikaranai, Chennai-600 100
ইমেল আইডি
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ: 02/07/2024
আবেদন শেষ তারিখ: 17/07/2024
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here