স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? তাহলে এই এসএমএস হয় আপনার কাছে এসে গিয়েছে, না হলে আর দু-একদিনের মধ্যেই ঢুকবে। যেখানে লেখা থাকবে- ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট থেকে 147.50 টাকা কেটে নিচ্ছে (Debit)!
কে কী! এতো মাথায় হাত পড়ার মত অবস্থা। হঠাৎ এসবিআই আপনার অ্যাকাউন্ট থেকে 147.50 টাকা কেটে নেবে কেন এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। বিশেষ করে এসএমএসে এই টাকা কাটার বিস্তারিত বিবরণ সেভাবে লেখা না থাকায় গ্রাহকদের মধ্যে সংশয় তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে কি এসবিআই কোনও সমস্যায় পড়ে গ্রাফদের কাছ থেকে এই টাকা কেটে নিচ্ছে? আতঙ্কিত হবেন না। আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়ার বিস্তারিত কারণটা আগে জানুন, তারপর বিচার বিবেচনা করবেন।
SBI অ্যাকাউন্ট থেকে 147.50 টাকা টাকা কাটার কারন
1/5: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনার অ্যাকাউন্ট থেকে ইচ্ছামত ১৪৭.৫০ টাকা কেটে নেবে এটা ভাবলে ভুল হবে। আপনি সারা বছর ধরে যে এটিএম বা ডেবিট কার্ড ব্যবহার করেন তার বাৎসরিক ফি হিসেবেই এই টাকাটা কাটা হবে (Yearly Debit Card Charge)।
2/5: তবে এসবিআই-এর এটিএম বা ডেবিট চার্জের বাৎসরিক ফি ১২৫ টাকা। কিন্তু নিয়ম অনুযায়ী এর উপর ১৮% জিএসটি (18% GST) চাপায় তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭.৫০ টাকায়। সেই টাকাই এসবিআই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট করে কেটে নেবে।
3/5: তবে কোনও গ্রাহকের স্টেট ব্যাঙ্কে একাউন্ট আছে, কিন্তু তিনি এটিএম বা ডেবিট কার্ড ব্যবহার করেন না সেক্ষেত্রে তাঁর অ্যাকাউন্ট থেকে এই ১৪৭.৫০ টাকা কাটা হবে না। এদিকে শুধু এটিএম বা ডেবিট কার্ড নয়, স্টেট ব্যাঙ্ক তাদের সমস্ত ধরনেরই কার্ডের ক্ষেত্রে বাৎসরিক ফি-র বিষয়টি পর্যালোচনা করেছে।
4/5: যেমন আপনি যদি এটিএম বা ডেবিট কার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট করার জন্য এসবিআই আপনার থেকে ৩৫৪ টাকা নেবে। এই রিপ্লেসমেন্ট চার্জ হিসেবে এসবিআই আসলে ৩০০ টাকা নেবে। এর উপর ১৮% জিএসটি চাপার ফলে আপনাকে আরও ৫৪ টাকা অতিরিক্ত দিতে হবে।
5/5: তবে এটিএম কার্ডের ফি হিসেবে যে ১৪৭.৫০ টাকা এসবিআই কাটবে। তার সঙ্গে কোয়ার্টার্লি এসএমএস চার্জের কোনও সম্পর্ক নেই। ওটা যেমন আলাদা করে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় সেটা তেমনই চলবে। এদিকে ক্রেডিট কার্ডের ফি-ও নতুন করে পর্যালোচনা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে গ্রাহকদের কিছুটা হলেও খরচ বেড়েছে।
Important Links: 👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ | Join Now |
✅ Telegram Channel | Join Now |
🔥 আরো গুরুত্বপূর্ন আপডেট-Click Here