২০২৩ এর ২০ জন চাকরিপ্রার্থীকে নিষিদ্ধ করা হল, এরা কেউ পরীক্ষা দিতে পারবে না

20 job aspirants of 2023 have been banned, none of them will be able to take the exam

কুড়ি জন শিক্ষকের বিরুদ্ধে বড়ো পদক্ষেপ নিল বিহার পাবলিক সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় রয়েছে কুড়ি জন শিক্ষকের নাম, এদের প্রত্যেককে কমিশন নিষিদ্ধ করেছে। কেন এই শিক্ষকদের বহিস্কার করা হল, সেই বিষয়েও উল্লেখ করা হয়েছে উক্ত নোটিশে।

বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষায় এই কুড়ি জন প্রার্থীর আধার বা বায়োমেট্রিক যাচাইকরণের সময় গরমিল খুঁজে পাওয়া গেছে। তথ্য না মেলার কারণে এই কুড়ি জন প্রার্থীকে নিষিদ্ধ করা হয়েছে।

BPSC-এর চেয়ারম্যান অতুল প্রসাদ জানিয়েছেন, কমিশন অযোগ্য প্রার্থীদের বাছাইয়ের জন্য মাল্টি-লেয়ার ফিল্টারিং পদ্ধতি অনুসরণ করছে। প্রসাদ, তাঁর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, “যখন আমরা টিআরই-এর মতো এত বড় সংখ্যা নিয়ে কাজ করি, তখন অযোগ্যদের খুঁজে বের করার জন্য মাল্টি লেয়ার ফিল্টারিং প্রয়োজন। এটি করা হচ্ছে এবং সেই কারণেই সমস্ত নিয়োগ শর্তসাপেক্ষ। এই ফিল্টারিংয়ের ফলে উদ্ভূত যে কোনও শূন্যপদ এক বা একাধিক পরিপূরক ফলাফল দ্বারা পূরণ করা হবে।”

বিহার পাবলিক সার্ভিস কমিশন গত 24, 25 এবং 26 অক্টোবর বিহার রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করেছিল। ইতিমধ্যেই কমিশনের ওয়েবসাইটে এই পরীক্ষার মেধা তালিকা এবং জেলাভিত্তিক বরাদ্দ তালিকা, পৃথক স্কোরকার্ড এবং বিষয়ভিত্তিক কাট-অফ মার্ক সহ ফলাফল প্রকাশ করা হয়েছে।

এছাড়াও, প্রার্থীরা যে কোনো রকম অভিযোগ জানাতে চাইলে কমিশনের ওয়েবসাইট অর্থাৎ onlinebpsc.bihar.gov.in-এ গিয়ে অভিযোগ জানাতে পারবেন। এই ট্যাবটি আগামী 11 নভেম্বর পর্যন্ত কার্যকরী থাকবে।

শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য প্রার্থীরা bpsc.bih.nic.in এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।

নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে তালিকাটি দেখেনিন।

👉 তালিকা: Click Here

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ভারতীয় পোস্ট অফিসে গ্রুপ-সি নিয়োগ! মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ

👉 কো অপারেটিভ ব্যাঙ্কে মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে চাকরি, 28 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে

👉 অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে চাকরি, রাজ্যের IACS-এ করা হবে নিয়োগ

👉 সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি! মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Previous articleভারতীয় এয়ারপোর্টে এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, 40 হাজার টাকা মাসিক বেতন
Next articleন্যাশনাল ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here