1/8: ২০২২ এর ১১ ডিসেম্বরের টেট পরীক্ষাতেও দুর্নীতি! এত তদন্ত, কড়াকড়ি সত্ত্বেও ফের রাজ্যে চাকরি বিক্রি? নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) রাজ্যের শাসক দলের প্রভাবশালী যুবনেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) গ্রেফতার করেছে। এবার তাঁরই বাড়ি থেকে ১১ ডিসেম্বরের টেটের কয়েকশো অ্যাডমিট কার্ড ও ওএমআর শিট উদ্ধার হয়েছে! যার পরই ফের টেট পরীক্ষাকে কেন্দ্র করে দুর্নীতির সম্ভাবনা মাথাচাড়া দিতে শুরু করেছে।
2/8: কুন্তল ঘোষের বাড়ি থেকে কয়েকশো টেটের অ্যাডমিট কার্ড ও পরীক্ষার ওএমআর শিট উদ্ধার হতেই প্রশ্ন উঠছে, তবে কি এত কড়াকড়ি করেও শেষ রক্ষা হল না? মেটাল ডিটেক্টর, আই স্ক্যানার সহ একাধিক ব্যবস্থা নিয়েও প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষায় কারচুপি আটকাতে ব্যর্থ হল?
3/8: রাজ্য সরকার এত কড়া বার্তা দেওয়ার পরেও শাসক দলের একাংশ কি ফের শিক্ষা দুর্নীতি করে বসলেন? এমনই হাজারো সম্ভাবনা ও প্রশ্ন এই মুহূর্তে চাকরিপ্রার্থীদের মনে ঘুরে বেড়াচ্ছে। এমনকি রাজ্যের সাধারণ মানুষও গোটা বিষয়টি জেনে কার্যত হতবাক হয়ে গিয়েছেন।
4/8: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বলাগড়ের কুন্তল ঘোষকে গত ২১ জানুয়ারি সিবিআই গ্রেফতার করে। তার আগের দিন তাঁর লেকটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালান গোয়েন্দারা। এই কুন্তল ঘোষকে গ্রেফতার করার পর এখনও পর্যন্ত যে সমস্ত তথ্য উঠে এসেছে তা রীতিমত চমকে দেওয়ার মত।
5/8: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা পৌঁছে দিয়েছিলেন এই কুন্তল। শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং বেসরকারি বিএড কলেজগুলোকে হাত করে অসাধু চক্র চালানোর অন্যতম মাথা ছিলেন তিনি। এই কুন্তল ঘোষেরই বাড়ি থেকে ১১ ডিসেম্বর টেট পরীক্ষার অ্যাডমিট ও ওএমআর শিট উদ্ধার হয়েছে।
6/8: কীভাবে এই অ্যাডমিট কার্ডগুলো এবং ওএমআর শিট কুন্তল ঘোষের কাছে গিয়ে পৌঁছল তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে এই বিষয়ে কুন্তল নিজে এখনও পর্যন্ত মুখ খোলেননি বলে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে। যদিও গোয়েন্দারা হাল ছাড়তে রাজি নন।
7/8: প্রয়োজনে যাদের অ্যাডমিট কার্ড ও ওএমআর শিট পাওয়া গিয়েছে সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জেরা করে আসল কারণ জানার চেষ্টা করা হবে। তবে ১১ ডিসেম্বরের টেট পরীক্ষায় দুর্নীতি হয়েইছে, এই কথা এখনই জোর দিয়ে বলেনি সিবিআই। বরং তাঁদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, গোটাটাই তদন্ত সাপেক্ষ। তদন্তের পরই বলা সম্ভব হবে ১১ ডিসেম্বরের টেট পরীক্ষাতেও এই দুর্নীতিগ্রস্তরা তাদের থাবা ফেলতে পেরেছিল কিনা।
8/8: তবে কুন্তল ঘোষের বাড়ি থেকে টেটের অ্যাডমিট কার্ড ও ওএমআর শিট উদ্ধার হওয়ার কথা জানার পরই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন চাকরিপ্রার্থীরা। রীতিমত আশঙ্কায় ভুগতে শুরু করেছেন তাঁরা।
গুরুত্বপূর্ণ লিংক: 👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ | Join Now |
✅ Telegram Channel | Join Now |
🔥 আরো Job আপডেট 👇👇
- ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে বিভিন্ন পোস্টে চাকরি
- এই অঙ্কটি করতে পারলেই মিলবে চাকরি
- অবিবাহিত ছেলে-মেয়েদের জন্য নৌবাহিনীতে চাকরি