Primary Recruitment: ২০২২-এর টেট পাশেদের নিয়োগ কবে? জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

2022 TET Pass appointment when WBBPE President Gautam Pal said

1/8: ২০২২ সালের ১১ ডিসেম্বর দীর্ঘ পাঁচ বছর পর প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়। সেই সময় পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন, এক মাসের মধ্যে তাঁরা পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন। যদিও তা হয়নি। শেষে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি টেটের ফল প্রকাশিত হয়।

2/8: বের করা হয় পাশ করা চাকরিপ্রার্থীদের মেধা তালিকা। এদিকে টেটের ফল প্রকাশিত হলেও নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। অথচ কথা ছিল টেট পরীক্ষার ফল প্রকাশ করার পর‌ই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। কিন্তু তা না হওয়ায় এবার পথে নেমে আন্দোলন শুরু করল ২০২২-এর টেট পাশ চাকরিপ্রার্থীরা

3/8: শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত দ্রুত নিয়োগের দাবি তুলে মিছিল করেন এই চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) নিজেদের প্রতিশ্রুতি রাখুক। টেট পরীক্ষার ফল বেরিয়ে যাওয়ার পর ৬ মাস পেরিয়ে গিয়েছে, এখনও শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার শুরু করল না পর্ষদ। এই নিয়ে তাঁরা প্রবল ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর।

4/8: এদিকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ মিছিলের মধ্যেই এল সুখবর। জানা গিয়েছে ২০২২ এর প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে ৪ জনের সঙ্গে দেখা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল

5/8: তাঁর কাছে চাকরিপ্রার্থীরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান‌। তাঁদের সেই দাবি মেনে নিয়েছেন পর্ষদ সভাপতিজানিয়েছেন, চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মিটে গেলেই ২০২৩ সালের শেষের দিকে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

6/8: উল্লেখ্য ২০২২ সালের ১১ ডিসেম্বর যে টেট পরীক্ষা হয়েছিল তার বিজ্ঞপ্তি বেরিয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে। সেই একই সময়ে রাজ্যে প্রায় ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়। কিন্তু নানান নিয়ম তান্ত্রিক জটিলতা, পর্ষদের ঢিলেমি এবং মামলার কারণে সেই নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি।

7/8: সবে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট শেষ হয়েছে। কিন্তু এই নিয়োগের প্যানেল বের হয়নি। এরই মধ্যে সুপ্রিম কোর্ট বিএড পাশদের জন্য প্রাথমিক শিক্ষকের চাকরির দরজা বন্ধ করে দেওয়ায় চলতি নিয়োগ প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে বলে মনে করা হচ্ছে।

8/8: ফলে চলতি নিয়োগ প্রক্রিয়া মিটে গেলেই নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির আশ্বাস দিলেও পর্ষদ সভাপতির কথাকাজের মধ্যে কতটা মিল থাকবে তা নিয়ে সন্দিহান অনেকেই। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

👉 রাজ্যের বেসরকারি স্কুল গুলির জন্য নতুন নিয়ম আনল সরকার!

👉 পশ্চিমবঙ্গ পুলিশে নতুন গ্রুপ-C চাকরির আবেদন শুরু হল

👉 ১৪ বছর পর প্রাইমারিতে ১৫০৬ জনের চাকরি কনফার্ম! ৩০ আগস্টের মধ্যেই নিয়োগ

👉 পশ্চিমবঙ্গ পুলিশে নতুন গ্রুপ-C চাকরির আবেদন শুরু হল

👉 স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHO পদে চাকরি, মোট শূন্যপদ 1500 টি

Previous articleরাজ্যের রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D চাকরি, অষ্টম শ্রেনি পাশ যোগ্যতায় আবেদন করুন
Next articleরাজ্যে ফের অঙ্গনওয়াড়িতে চাকরি, নুন্যতম যোগ্যতাতে আবেদন শুরু হলো | WB New Anganwadi Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here