WBHRB এর মাধ্যমে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে 2140 শুন্যপদে নিয়োগের আরো একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
স্বাস্থ্য দপ্তরের এই নিয়োগের ক্ষেত্রে কি যোগ্যতা লাগছে, শুন্যপদের বিন্যাস কেমন রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়গুলি নিচে পরপর দেওয়া রইল, দেখে নিন।
স্বাস্থ্য দপ্তরে 2140 টি শুন্যপদে নিয়োগ
নোটিশ নম্বরঃ R/Staff Nurse, Gd-II/08/2021
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 03.11.2021 |
আবেদন শুরু | 03.11.2021 |
আবেদন শেষ | 18.11.2021 |
পোষ্টের নামঃ
- Basic B.Sc. (Female)
- Post Basic B.Sc. (Female)
নিয়োগ সংস্থাঃ WBHRB (West Bengal Health Recruitment Board)
বেতনঃ পে লেভেল 9 অনুযায়ী প্রতি মাসে 29,800 টাকা, সেইসঙ্গে সরকারি বিভিন্ন ভাতা দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.01.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 20-39 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেণিরা ৫ বছরের এবং OBC-শ্রেনিরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিল এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে B.Sc. নার্সিং অথবা Post B.Sc. নার্সিং কোর্স করা থাকতে হবে। বাংলা অথবা নেপালি ভাষায় কথা বলতে এবং লিখতে পারতে হবে।
শুন্যপদঃ
- Basic B.Sc.- 2032 (UR-633, SC-711, ST-206, OBCA-378, OBCB-96, PWD-8)
- Post Basic B.Sc.- 108 (UR-30, SC-40, ST-12, OBCA-21, OBCB-5)
মোট শুন্যপদঃ
2140 টি (UR-663, SC-751, ST-218, OBCA-399, OBCB-101, PWD-8)
আবেদন ফিঃ
210 টাকার আবেদন ফি লাগবে। শুধুমাত্র ST, SC এবং PWD শ্রেণির আবেদনকারীদের কোনো আবেদন ফি লাগবে না।
নিয়োগ প্রক্রিয়াঃ
এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা হবে না। অ্যাকাডেমিক, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে নম্বর বিভাজনটি হল, অ্যাকাডেমিক নম্বর-75, অভিজ্ঞতার নম্বর-10 এবং ইন্টারভিউয়ে থাকবে-15 নম্বর। অর্থাৎ 100 নম্বরের উপর পরীক্ষা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
পশ্চিমবঙ্গ WBHRB এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিংকে ক্লিক করে প্রথমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হব। তারপর সমস্ত তথ্য সঠিকভাবে পূরন করে আবেদন করতে হবে। 03.11.2021 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে 18.11.2021 তারিখ দুপুর 1.00 টা পর্যন্ত।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।