কয়েক দিন আগেই রাজ্যের মোট 253 টি বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে। ফলত, চলতি বছরের শিক্ষাবর্ষে এই কলেজগুলি তাদের বিএড কোর্সে কোনো ছাত্র ভর্তি করতে পারবে না। কিন্তু কেন হঠাৎ এতগুলি কলেজের অনুমোদন বাতিল করা হল, এই বিষয়ে অবশেষে সংবাদমাধ্যমে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ব্রাত্য বসু বলেন, কেন হঠাৎ করে এত বিরাট সংখ্যক বিএড কলেজের অনুমোদন কেন বাতিল করে দেওয়া হল সেটা নিয়ে তদন্ত করা হবে। গত শনিবার অবশ্য ব্রাত্য বসু এই বিষয়ে একটি তদন্ত করার ইঙ্গিত দিয়েছিলেন। তবে মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে অবশেষে আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করেন “গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হবে দপ্তরের তরফে।”
ধারণা করা হচ্ছে, প্রাথমিক ভাবে একটি কমিটি গঠন করেই এই বিষয় নিয়ে তদন্ত করা হবে। হঠাৎ করেই উচ্চশিক্ষা দফতরের তরফে এত গুলি কলেজ বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে গত সোমবার বিএড বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন “গত 14 আগস্ট উচ্চশিক্ষা দফতরের সচিবকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে বি এড বিশ্ববিদ্যালয়গুলি কী কী কারনের জন্য বেসরকারি বিএড কলেজগুলির অনুমোদন বাতিল করা হবে। হিসেব মত সেইহফযয্ক নথি ও প্রকাশ্য আনা হয়েছে।’
তবে উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকদের মতে রাজ্যে বেসরকারি বিএড কলেজ হতে গেলে উচ্চশিক্ষা দফতরের নো-অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন হয়। এই বিষয়ে য্য়নবিশ্ববিদ্যালয়ের সরকার মনোনীত কোর্টের সদস্য মনোজিৎ মন্ডলের বক্তব্য “253 টি বিএড কলেজের অনুমোদন বাতিল করে দেওয়া হল, সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত কি এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে নেওয়া হয়েছিল? গত কয়েক মাস এক্সিকিউটিভ কাউন্সিল ও কোর্টের বৈঠক হয়নি বিশ্ববিদ্যালয়ের।”
তবে এখনও পর্যন্ত কলেজগুলোর অনুমোদন বাতিল করে দেওয়া সম্পর্কে উচ্চশিক্ষা দফতরের কাছে কোনো রিপোর্ট করেনি বিশ্ববিদ্যালয়।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 বিদ্যুৎ সংস্থায় প্রোজেক্ট কো অর্ডিনেটর নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ
👉 স্বাস্থ্য পরিষেবা দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি, 30 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে
👉 ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি, 15 হাজার টাকা মাসিক বেতন
👉 ন্যাশনাল ফার্টিলাইজার সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, 01 ডিসেম্বর অবধি আবেদন চলবে
👉 রাজ্যের কলেজে ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ