রাজ্যে সরাসরি ইন্টারভিউ দিয়ে 25 হাজার টাকা বেতনের চাকরি, পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকেই আবেদন করা যাবে

25k salary jobs in state with direct interview

রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য একটি ভালো খবর। রাজ্যের অন্তর্গত একটি জেলার হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিতে।

National Health Mission এর অধীনে এই চাকরির জন্য রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।

এই নিয়োগের ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে, কি কি পদে নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি ভালোভাবে পড়ে নিন।

25k salary jobs in state with direct interview

নোটিশ নম্বরঃ DHFWS/RPH/DPMU/2931

নোটিশ প্রকাশের তারিখঃ 21.10.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ স্টাফ নার্স (Staff Nurse)

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 25,000 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM কোর্স পাশ করে থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে  01.01.2022 তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরে বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 05

(2) পদের নামঃ মেডিকেল অফিসার (Medical Officer) 

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 60,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছরের ইন্টার্নশিপ সহ MBBS ডিগ্রি পাশ করে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের আওতায় রেজিস্ট্রিকৃত থাকতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 62 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে  01.01.2022 তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরে বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 14

(3) পদের নামঃ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant)

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 13,000 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM বা GNM কোর্স পাশ করে থাকতে হবে। বাংলা ভাষায় কথা বলায় দক্ষ হতে হবে।

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে  01.01.2022 তারিখ অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরে বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ 05

আবেদন পদ্ধতিঃ

হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির এই সমস্ত পদের জন্য সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজের মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তির 6 নং পেজে দেওয়া আবেদন পত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।

এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটিকে ভালোভাবে পূরণ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে যুক্ত করতে হবে।

সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফিঃ

জেনারেল  প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে 100 টাকা এবং SC/ST ও PH প্রার্থীদের ক্ষেত্রে 50 আবেদন ফি ধার্য করা হয়েছে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ

MNK Road, Old Outdoor Campus, kamarpatty More, Rampurhat, Dist – Birbhum, Pin – 731224.

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 21.10.2022
আবেদন শুরু 21.10.2022
আবেদন শেষ 19.11.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

✅ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন: Click Here

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য চাকরি

🎯 কোলকাতা পুলিশের মাধ্যমে বিভিন্ন গ্রুপ-C পদে চাকরি

🎯 রাজ্যে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি