রাজ্যের একটি জেলার চাকরিপ্রার্থী মহিলাদের জন্য বড়ো সুখবর। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক বিপুল সংখ্যক শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে এই জেলাতে।
অঙ্গনওয়াড়িগুলিতে দুই ধরণের পদ থাকে। এগুলো হল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। পূর্ব মেদিনীপুর জেলাতে এই দুই পদ মিলিয়ে মোট 2672 টি শূন্যপদ রয়েছে। সমস্ত ফাঁকা পদগুলি পূরণের জন্য ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া চালু করার তোড়জোড় শুরু করা হয়েছে।
দীর্ঘ নয় বছর পর একসাথে এমন বিপুল পদে নিয়োগের উদ্যোগে খুশি সকলেই। প্রসঙ্গত উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলায় 6345 টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে।
এই 6345 টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 1663 টি শূন্যপদ রয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী পদে শূন্যপদের সংখ্যা 1039 টি। সর্বমোট শূন্যপদ থাকা 2672 টি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জেলা সূত্রে খবর মিলেছে।
রাজ্যের অন্যান্য জেলাতে মাঝে মাঝেই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হলেও পূর্ব মেদিনীপুর জেলাতে নিয়োগ বন্ধ বহুকাল ধরেই। মূলত নিয়োগ নিয়ে মামলা চলার কারণেই এতদিন ধরে নিয়োগ স্থগিত ছিল জেলাতে। তবে শেষ পর্যন্ত জটিলতা কাটায় নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।
সরকারি সূত্রে পাওয়া খবর বলছে, পূর্ব মেদিনীপুর জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সম্পর্কিত নোটিশ খুব তাড়াতাড়িই প্রকাশিত হবে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ পেলেই আমরা আপনার কাছে তা পৌঁছে দেবো।
এখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে। প্রার্থীদের নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। এখানে কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 প্রাইমারি টেট পরীক্ষা মানেই নিয়োগ নয়! তাহলে প্রতি বছর কেন হবে টেট? জানালেন পর্ষদ সভাপতি
👉 WBPSC এর তরফে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, আজ থেকে আবেদন শুরু হচ্ছে
👉 NABARD এ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 44 হাজার 500 টাকা
👉 রাজ্যের SC, ST, OBC দপ্তরে চাকরি! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 ৯ বছরের অপেক্ষার অবসান! পুজোর আগেই ১৩ হাজারের বেশি নিয়োগ সম্পন্ন করবে SSC