1/8: অনেক যুবক যুবতীরাই ভারতীয় রেলওয়েতে চাকরি (Indian Railway Job) পাবার জন্য পড়াশোনা করে থাকেন, এর কারণ, এখানে কেন্দ্রীয় হারে বেতন তো বটেই, সাথে মেলে বিভিন্ন প্রকারের বিশেষ সরকারি সুবিধা। রেলে যারা নিজেদের কর্মজীবন শুরু করতে চান, তাদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় রেল বোর্ড (Indian Railway Board)।
2/8: জানা গিয়েছে, ভারতীয় রেলের কেবল গ্রুপ সি-পদেই ৩ লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে। সাথে আছে তিন হাজারেরও বেশি গেজেটেড আধিকারিক শূন্যপদ।
তথ্যের অধিকার আইন বা Right to Information Act এর মাধ্যমে, এক সাংবাদিকের করা প্রশ্নের ভিত্তিতে এমনই জবাব এসেছে রেলের তরফে।
3/8: ভারতীয় রেলওয়েতে গ্রুপ সি– ক্যাটাগরিতে মোট পদের সংখ্যা ১৪ লক্ষ ৭৫ হাজার ৬২৩ টি। তার মধ্যে বর্তমানে শূন্য রয়েছে ৩ লক্ষ ১১ হাজার ৪৩৮টি পদ। এই ৩ লক্ষাধিক পদের মধ্যে আছে ট্র্যাকপার্সন, পয়েন্টসম্যান, বিদ্যুৎকর্মী, সিগনাল এবং টেলিফোন অপারেটরের মত বিভিন্ন পদ।
4/8: এই প্রসঙ্গে, নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের উত্তর-মধ্য রেল শাখার কর্মী সংগঠনের এক নেতা বলছেন- ‘‘গ্রুপ সি পদে সিংহভাগ শূন্যপদগুলি আছে ইঞ্জিনিয়র, টেকনিশিয়ান্স, করণিক, গার্ড বা ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর পদে। এর ফলে রেলের দৈনন্দিন পরিষেবা প্রদানে সমস্যা তৈরি হচ্ছে।’’
5/8: সাথে তাঁর সংযোজন, ‘‘শূন্যপদের বিষয়টি নিয়ে প্রতিটি বৈঠকেই আলোচনা হয়। প্রশাসনিক আধিকারিকরা বিষয়টি সম্পর্কে সম্যক ওয়াকিবহাল। কিন্তু সরকার স্থায়ী কর্মী নিয়োগে উৎসাহী নয়। বেসরকারিকরণের পথেই এগিয়ে যাচ্ছে।’’
6/8: এত শূন্যপদ থাকা সত্ত্বেও হচ্ছে না কর্মী নিয়োগ, ফলে কম সংখ্যক কর্মী নিয়ে চলা রেলের পরিষেবাও এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে। এই বিষয়ে রেলওয়ে ট্রাফিক সার্ভিসের এক প্রবীণ আধিকারিক বলেন- ‘এত শূন্যপদ, বিশেষ করে গ্রুপ সি পর্যায়ে, চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ তা রেলের দৈনন্দিন পরিষেবা প্রদানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সরকার রেল যোগাযোগের পরিধি বৃদ্ধি করছে। উচ্চ গতির রেল পরিষেবাই এখন যুগের দাবি। সেই অনুযায়ী পরিষেবার মান উন্নত করতে হলে শূন্যপদ পূরণ একান্ত প্রয়োজন।’
6/8: একই সুর বাকিদের গলাতেও। এক রেলওয়ে ম্যানেজারও সাংবাদিককে জানান- ‘‘আমাকে ডবল শিফটে কাজ করতে হয়। কখনও কখনও তা ১৬ ঘণ্টাও পেরিয়ে যায়। এর কারণ আমাদের পর্যাপ্ত কর্মী নেই। আমি ঠিকমতো ঘুমোনোর সময় পাই না। বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটানো তো দূর অস্ত!’’
8/8: রেলের বিপুল সংখ্যক শূন্যপদের বোঝা যে ক্রমশ রেলের উপর চেপে বসছে তা একবাক্যে মেনে নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। সম্প্রতি রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন- ভারতীয় রেলের প্রতিটি শাখাতে প্রচুর শূন্যপদ রয়েছে। পাশাপাশি তিনি প্রতিটি জ়োনকে নির্দেশও দেন, দ্রুত যেন নিরাপত্তা এবং টেকনিক্যাল শাখায় শূন্যপদ পূরণ করা হয় দায়িত্ব নিয়ে। তবে এখনও অবধি রেলওয়ে বোর্ড এই বিরাট সংখ্যক কর্মী কবে নিয়োগ করতে চলেছে বা আদৌ করতে চলেছে কিনা, তা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি।
এগুলিও পড়ুন 👇👇
💡 রাজ্যের তিনটে জেলায় 2500 আশা কর্মীর পদ বাড়ল
💡 রাজ্যে SSC-তে শিক্ষক নিয়োগ কবে? জানুন ২২ বছরের নিয়োগ ইতিহাস
💡 লক্ষীর ভান্ডার প্রকল্পে দুটি কারনে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না