প্রাথমিকে চাকরি বাতিল হওয়া ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে নতুন রায় দিল কলকাতা হাইকোর্ট। এই রায়ের ফলে রাজ্যের বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তুঙ্গে উঠেছে।
ঘটনা হল, সুপ্রিম কোর্টের নির্দেশেই এই শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার মামলাটি আবার শুনতে রাজি হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই শুনানিতেই দেওয়া হল নতুন নির্দেশ।
২০১৭ সালের প্রাইমারি নিয়োগের দুর্নীতি
অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাজার হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করে। পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ ওঠে।
সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষ পর্যন্ত ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে জানিয়ে ছিলেন, নতুন করে এই পদগুলিতে ইন্টারভিউ হবে। তাতে চাকরি বাতিল হওয়া শিক্ষকরা যদি নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন তবে তাঁরা আবার চাকরি ফিরে পাবেন।
5 বছর পর চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত
এদিকে প্রায় পাঁচ বছর চাকরি করার পর হঠাৎ আদালতের এই নির্দেশ এসে পড়ায় কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের।
প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরি বাতিল হওয়া শিক্ষকরা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঘুরে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট এই মামলার সরাসরি কোনও রায় দেয়নি। বদলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে পুনরায় মামলাটি শোনার নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনেই ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি আবার শোনে কলকাতা হাইকোর্ট।
আদালতের রায়ে স্বস্তি পেল ৩২ হাজার প্রাইমারি শিক্ষক
এই মামলায় আদালত যে রায় দিয়েছে তাতে প্রাথমিকভাবে স্বস্তি ফিরে পেয়েছেন এই ৩২ হাজার প্রাথমিক শিক্ষক।
কারণ কলকাতা হাইকোর্ট জানিয়েছে, যতদিন না এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততদিন ওই শিক্ষকদের চাকরি থাকবে এবং তাঁরা নিয়মিত বেতন পাবেন। অবশ্য আগেই সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশের জেরে এই শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ সাময়িকভাবে খারিজ হয়ে গিয়েছিল।
তবে আদালতের রায় বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, এটা অভিযুক্ত শিক্ষকদের সাময়িক স্বস্তির থেকে বড় কোনও বিষয় নয়। কারণ আদালতের রায় বিশ্লেষণ করলে বোঝা যাবে এই ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা একেবারে খারিজ করে দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
মামলার পরের শুনানি ৩ অক্টোবর
আগামী ৩ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট। সেই দিন এই ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ চূড়ান্ত করার নিয়ে আদালত কোনও নির্দেশ দেয় কিনা সেটাই এখন দেখার।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 পুজোর আগেই রাজ্যে নতুন হোম গার্ড নিয়োগ
👉 এখনই কাউকে প্রাইমারিতে চাকরি দেওয়া সম্ভব নয়! কেন একথা জানালেন পর্ষদ সভাপতি
👉 MECL এ গ্রুপ-C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো
👉 এই সমস্ত প্রাইমারি শিক্ষকদের চাকরির বাতিলের ভয় নেই, সরকার নিল বড় পদক্ষেপ
👉 2000 টি শূন্যপদে SBI এ প্রবেশনারি অফিসার পদে চাকরি
👉 মাধ্যমিক পাশে লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় এয়ারপোর্টে চাকরি