রাজ্যে ৩৬ হাজার অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগের আপডেট, অষ্টম শ্রেনি ও মাধ্যমিক পাশে মিলবে চাকরি

36 Thousand Anganwadi Karmi Recruitment Update in West Bengal

রাজ্যের মহিলাদের জন্য বড়োসড়ো কর্মসংস্থানের উদ্যোগ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গে প্রায় ৩৬ হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হতে চলেছে খুব তাড়াতাড়ি। নূন্যতম অষ্টম শ্রেনি এবং মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতাতেই অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে যোগদান করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য সিদ্ধান্ত গুলি নেওয়া হয় জেলাস্তর থেকে। বিভিন্ন কমিটি গঠনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে ফেলেছে সরকার।

লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৩৬ হাজার নিয়োগের আপডেট

1/6: প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে রাজ্যের সব জেলা মিলিয়ে মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা রয়েছে 1 লক্ষ 19 হাজার 841 টি। এই সমস্ত কেন্দ্র গুলি মিলিয়ে মোট 36 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

2/6: প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়িকা থাকেন। কেন্দ্র গুলিতে তৈরি হওয়া শূন্যপদগুলিতে কর্মী নিয়োগ করতে সক্রিয় ভূমিকা পালন করছে সরকার। কর্মী নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছভাবে পরিচালনা করার উদ্দেশ্যে সমস্ত জেলাতে একটি করে ‘সিলেকশন অ্যান্ড মনিটরিং কমিটি’ নামের সিলেকশন কমিটি গঠন করা হয়েছিল।

3/6: যদিও রাজ্যের পাঁচ জেলায় এই সিলেকশন কমিটি তৈরি করা হয়নি। এই জেলাগুলি হল মালদহ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান। বর্তমানে এই পাঁচটি জেলাতেও কর্মী নিয়োগের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। এর ফলে এই পাঁচ জেলাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।

4/6: কয়েক দিনের মধ্যেই এই নিয়ে একে একে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভবনাও রয়েছে। নবগঠিত ওই পাঁচ জেলার সিলেকশন কমিটিতে জেলাশাসকদের চেয়ারপার্সন, বিধায়কদের ভাইস চেয়ারপার্সন, এবং মেম্বার কনভেনর পদে সদস্য হিসেবে রাখা হয়েছে।

5/6: অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রসঙ্গে গত বুধবার রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, সরকার চায়ছে যত দ্রুত সম্ভব শূন্যপদে কর্মী নিয়োগ করতে। ফলত নিয়োগ কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

6/6: এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা আমাদের কাজকর্ম ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। সর্বপ্রথম চাকরি ও কাজের আপডেট টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো আপডেট 👇👇

👉 শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে ইনল্যান্ড মাস্টার পদে চাকরি

👉 450 টি শূন্যপদে RBI ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি

👉 TET 2023: এবারের টেট-এ যেটা হবে তা আগে কখনো হয়নি

👉 ২০১৭ সালের পর এবার রাজ্যে প্রচুর গ্রুপ-D নিয়োগ! ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবে

Previous articleরাজ্যে সরকারি কোচিং সেন্টারে টিচিং পদে বিভিন্ন ফ্যাকাল্টিতে চাকরি, মাসিক বেতন 60 হাজার টাকা
Next articleইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরি, মাধ্যমিক পাশ ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here