উৎসবের মরশুমে ফের সুখবর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার রাজ্যের 58 হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগপত্র পেতে চলেছেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, পুজোর পরেই এই বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হতে চলেছে বলেই খবর।
58 হাজার শিক্ষক নিয়োগের যে পরিকল্পনা রয়েছে, তা কিন্তু কোনো নতুন নিয়োগ নয়। 2016 এবং 2022 সালের টেট পরীক্ষার ফাইনাল প্যানেল প্রকাশ হওয়ার অভিযোগ ওঠে, যে 98 জন শিক্ষককে বেআইনিভাবে চাকরিতে নিয়োগ করা হয়েছে।
পরবর্তীতে এই বিষয়টি কলকাতা হাইকোর্টে ওঠে। বর্তমানে এই কেসটি বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের মামলাধীন। বিচারপতি সিনহা নির্দেশ দেন, যে 98 জন অভিযুক্ত শিক্ষক বেআইনি ভাবে নিযুক্ত হয়েছেন, তাদের পরিবর্তে নতুন যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে।
বিচারপতি সিনহা বলেন, 2016 এবং 2020 এই দুই বছরের নিয়োগের যে চূড়ান্ত প্যানেল রয়েছে, তা প্রকাশ করতে হবে। প্রাইমারি বোর্ডকে সমস্ত প্রার্থীদের নম্বর সহ প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এর ফলে পর্ষদকে মোট 58 হাজার শিক্ষকের তালিকা প্রকাশ করতে হবে।
তালিকা প্রকাশের জন্য সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, চলতি বছরের 3 নভেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। তবে তালিকা প্রকাশ করা হলেও ফের নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে কিনা, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেন নি বিচারপতি সিনহা।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও 94 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল অমৃতা সিনহার নির্দেশে। অভিযোগ ছিল, এই 94 জন শিক্ষকরা TET পাশ না করেই চাকরিতে যোগদান করেছেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 17710 শূন্যপদে কেন্দ্রীয় শ্রম দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে গ্রুপ-সি নিয়োগ! মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি
👉 কল্যাণী AIIMS এ চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ
👉 তাপবিদ্যুৎ কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি, 10 নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে
👉 IRCON ইন্টারন্যাশনাল লিমিটেডে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ