পশ্চিমবঙ্গের 6টি জেলায় এডুকেশন সুপারভাইজার পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

6 district education supervisor recruitment 2023

রাজ্যের মাইনরিটি চাকরিপ্রার্থীদের রাজ্যের ছয়টি জেলায় এডুকেশন সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের উত্তর দিনাজপুর, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলাতে মাইনরিটি ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 4055/1-MDC/Reco/Eng/ES-15

নোটিশ প্রকাশের তারিখ- 14.09.2023

যে পদে নিয়োগ হবে

এডুকেশন সুপারভাইজার / Education Supervisor

শূন্যপদ

এখানে মোট 6 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা 

এখানে আবেদন করার জন্য, প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে-

(i) 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

(ii) কম্পিউটারে নূন্যতম ‘ও’ লেভেলের দক্ষতা থাকতে হবে।

(iii) আবেদনকারী প্রার্থীকে মাইনরিটি কমিউনিটির সদস্য, যেমন – জৈন, বৌদ্ধ, শিখ, পারসি, মুসলিম হতে হবে।

(iv) প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা

সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।

বেতনক্রম

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেতন সংক্রান্ত বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

নিয়োগ পদ্ধতি

ওয়াক ইন ইন্টারভিউতে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে, সেই টেস্টের ভিত্তি তে এখানে প্রার্থী নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান

নির্বাচিত প্রার্থীদের উপরের ছয়টি জেলায় নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এই প্রতিবেদনের নীচে থাকা লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 3 নং পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।

এরপর ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে।

পরীক্ষার দিন এবং সময়

  • প্রথম তিনটি জেলার ক্ষেত্রে, 04/10/2023 তারিখের, সকাল 10.30 টার সময় প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে হবে।
  • অন্যদিকে, 4,5,6 নম্বর জেলার জন্য 05/10/2023 তারিখের, সকাল 10.30 টার সময় প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে হবে।
  • পরীক্ষা শুরু হবে সকাল 11 টায়।

পরীক্ষাকেন্দ্রের ঠিকানা

West Bengal Minorities Development & Finance Corporation, AMBER, DD-27/E Sector 1, Salt Lake, Kolkata-700064

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 D.El.Ed এ ভর্তির নিয়মে বদল! এবার থেকে কলেজগুলিকে মানতে হবে নতুন এই নিয়ম

👉 ডিস্ট্রিক্ট কোর্টে স্টেনোগ্রাফার হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাসিক বেতন 37 হাজার 100 টাকা

👉 ২৬৭২ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, বিস্তারিত আপডেট দেখুন

👉 রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন

👉 প্রাইমারি টেট পরীক্ষা মানেই নিয়োগ নয়! তাহলে প্রতি বছর কেন হবে টেট? জানালেন পর্ষদ সভাপতি

Previous articleমাধ্যমিক পাশে রাজ্যে টিকিট সেলার নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next articleকল্যানী AIIMS এ গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি, মোট 22 ধরনের পদে কর্মী নিয়োগ | Kalyani AIIMS Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here