Naukri.com থেকে সহজে চাকরি পাওয়ার 6 টি সিক্রেট উপায় | 6 Secret Tips to Find Job using Naukri.com

6 Secret to Find Good Job using Naukri.com

Naukri.com থেকে সহজ উপায়ে এবং তাড়াতাড়ি চাকরি পাওয়ার 6 টি টিপস নিয়ে আলোচনা করবো আজকের এই আর্টিকেল। বেশিরভাগ চাকরিপ্রার্থীদের কাছে দ্রুত চাকরির সন্ধান করা একটি কঠিন কাজ বলে মনে হয়। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরির জন্য আবেদন করতে করতে অনেকেই প্রায় হাল ছেড়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া চাকরি প্রার্থীকে অনেকটা বিরক্তিকর করে তোলে।

প্রযুক্তিগত উন্নতির কারণে বর্তমানে চাকরি প্রার্থীরা ঘরে বসেই বিভিন্ন ধরনের চাকরির জন্য সহজেই আবেদন করতে পারবে। এখন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে Naukri.com অনলাইন পোর্টালের দ্বারা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য আবেদন করা যায়। এই পোর্টালে বিভিন্ন ক্যাটাগরির চাকরি উপলব্ধ থাকে।

আজকের প্রতিবেদনে কিভাবে Naukri.com ব্যবহার করে সহজে চাকরি পাওয়া যায় তার 6 টি গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করব। আপনি Naukri.com ব্যবহার করে যখন কোনো চাকরির জন্য আবেদন করবেন এই টিপসগুলি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

 

Naukri.com কি? 

Naukri.com ভারতের একটি অতি সুপরিচিত চাকরির পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে চাকরিপ্রার্থীরা তাদের দক্ষতা এবং বেতনের প্রয়োজনীয়তা অনুসারে বিভিন্ন ক্যাটাগরির চাকরি খুঁজে পায়। এই সাইট ব্যবহার করে ঘরে বসেই কম্পিউটার ছাড়াই শুধুমাত্র মোবাইলের মাধ্যমেই চাকরিপ্রার্থীরা যেকোনো চাকরির জন্য আবেদন করতে পারবে।

Naukri.com এর মাধ্যমে এমন অনেক চাকরিপ্রার্থী আছে যারা তাদের স্বপ্নের চাকরিটাই খুঁজে পেয়েছে। এই পোর্টালে চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ থেকে শুরু করে আরও উচ্চ শিক্ষাগত যোগ্যতার চাকরি সহজেই খুঁজে পায়।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা পড়াশোনা শেষে এখনো চাকরি পেতে ব্যর্থ হচ্ছে তাদের অবশ্যই এই পোর্টালে এক্ষুনি রেজিস্ট্রার করে নেওয়া উচিত। naukri.com এর মাধ্যমে কিভাবে সহজেই চাকরি পাওয়ার জন্য কিছু দরকারি এবং গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা হলো।

Naukri.com থেকে চাকরি পাওয়ার 6 টি সিক্রেট উপায়

(1) একটি ভালো এবং সঠিক বায়োডাটা তৈরি

যেকোনো চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের নিজেদের সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে একটি বায়োডাটা জমা করতে হয়।

চাকরি খোঁজার ক্ষেত্রে একটি ভালো ডিজাইন করা বায়োডাটা চাকরিপ্রার্থীর প্রথম কর্তব্য। যখন কোন চাকরিপ্রার্থী চাকরির জন্য আবেদন করে তখন নিয়োগকারীরা সবার প্রথমে প্রার্থীর বায়োডাটাটি নিখুঁতভাবে পর্যালোচনা করেন।

বায়োডাটাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে নিয়োগকারীরা আপনার সম্বন্ধে কোনো তথ্য পেতে অসুবিধা বোধ না করে। সমস্ত তথ্যকে এমন ভাবে সাজাতে হবে যাতে করে আপনার বায়োডাটাটি আপনার পার্সোনালিটি সমন্ধে একটি গুরুত্বপূর্ণ ছাপ ফেলে।

(2) সঠিক তথ্য প্রদান করতে হবে

অনেক চাকরি প্রার্থী আছে যারা তথ্য পূরণের সময় বেশি তাড়াহুড়ো করে যার ফলে ভুল তথ্য প্রদান হয়।

এটি একটি ভয়ানক কাজ। কারণ এই পোর্টাল চাকরিপ্রার্থীর দেওয়া সমস্ত তথ্য ব্যবহার করে বিভিন্ন চাকরির সুপারিশ প্রদান করে। ভুল তথ্য প্রদান করলে চাকরি প্রার্থীর কাছে ভুল চাকরির পরামর্শ আসবে এবং চাকরির সংখ্যাও অনেকটা কমে যাবে। তাই চাকরিপ্রার্থীদের মনোযোগ সহকারে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

(3) Job প্রোফাইল সম্পূর্ণ করতে হবে

অনেক নতুন চাকরিপ্রার্থী আছে যারা Naukri.com এ তাদের প্রোফাইলটি বিস্তারিতভাবে পূরণ করে না। এটা ঠিক যে এই পদ্ধতিটি অনেকটা সময় সাপেক্ষ এবং পূরণ করার জন্য অনেক বেশি তথ্য প্রদান করতে হয়।

তবে চাকরি প্রার্থীর প্রোফাইলটি যত বেশি বিস্তারিত হবে তত বেশি চাকরির পরামর্শ পাওয়া যাবে। নিয়োগকারীরা সম্পূর্ণ করা প্রোফাইলগুলি দেখতে বেশি পছন্দ করে। এজন্য বিস্তারিতভাবে পূরণ করা প্রোফাইল আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে।

(4) রেজিস্টার করে এড়িয়ে যাওয়া চলবে না

অনেক চাকরিপ্রার্থী মনে প্রবল উৎসাহ নিয়ে Naukri.com এ রেজিস্ট্রেশন করেন। কিন্তু কিছুদিন পর যখন তারা তাদের স্বপ্নের চাকরির সুপারিশ পাই না তারা আশা হারিয়ে ফেলে। তারা এই পোর্টালটিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করতে থাকে।

কিন্তু এরকম করা চলবে না। সবসময়ই এই পোর্টালে নতুন নতুন ধরনের চাকরির আপডেট প্রকাশিত হয়। চাকরি প্রার্থীকে প্রতিনিয়ত ওয়েবসাইট ভিজিট করে সেই আপডেটগুলির দিকে নজর রাখতে হবে।

(5) পোর্টালের অ্যাপ ব্যবহার করতে হবে

Naukri.com পোর্টালের অ্যাপের মাধ্যমে বিভিন্ন চাকরি সম্বন্ধে সহজেই আপডেট পাওয়া যায়। অ্যাপের মাধ্যমে চাকরির আবেদন প্রক্রিয়াও অনেকটাই সহজ হয়ে যায়। শুধুমাত্র একটি এন্ড্রয়েড ফোন থাকলেই এই অ্যাপটি ইন্সটল করে সমস্ত চাকরি সম্বন্ধে সহজেই আপডেট পাওয়া যাবে। 

গুগল প্লেস্টোর থেকে এই Naukri.com এর অ্যাপ নিজের মোবাইলে ডাউনলোড করা যাবে। 

(6) চাকরির স্থানের ক্ষেত্রে কঠোর হওয়া চলবে না

Naukri.com চাকরিপ্রার্থীদের জন্য কিছু গুরুত্বপুর্ণ বৈশিষ্ট্য প্রদান করে। অবস্থান পছন্দ হলো এমন একটি বৈশিষ্ট্য। এই পোর্টালে চাকরিপ্রার্থীদের তাদের ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন চাকরি ফিল্টার করতে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনার ভৌগোলিক অবস্থানের সীমা ছোট রাখলে চলবে না, এতে করে চাকরির সুপারিশের সংখ্যা অনেকটাই কমে যায়।

চাকরিপ্রার্থীরা এই পোর্টালের মাধ্যমে ভারতের বিভিন্ন স্থানের অন্তর্গত বিভিন্ন কোম্পানির চাকরির আপডেট সহজেই পেতে পারে।

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

এগুলিও পড়ুন-