রাজ্যের উত্তর 24 পরগনা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে বেশ কয়েক ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। এখানে বহু সংখ্যক শূন্যপদ রয়েছে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- CMOH/N24PGS/NHM/Rec./6667
নোটিশ প্রকাশ- 22.08.2023
যে পদে নিয়োগ করা হবে
1. ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার / Block Public Health Manager
শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েট এবং ম্যানেজমেন্টে ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও প্রয়োজন। পাব্লিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 35,000 টাকা করে বেতন দেওয়া হবে।
2. ব্লক ডাটা ম্যানেজার / Block Data Manager
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকতে হবে। সাথে, 3 বছরের ডাটা রেকর্ডিংয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 22,000 টাকা করে বেতন দেওয়া হবে।
3. মেডিকেল অফিসার
শূন্যপদ- 226 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- MBBS গ্র্যাজুয়েট এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করে থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 67 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে।
4. ব্লক এপিডেমিওলজিস্ট / Block Epidemiologist
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- লাইফ সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট অথবা BAMS/ BHMS/BUMS ডিগ্রির সাথে MPH ডিগ্রি করে থাকতে হবে। কম্পিউটার দক্ষতাও প্রয়োজন। পাব্লিক হেলথে কাজের অভিজ্ঞতা এবং Ph.D / M. Phil করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 35,000 টাকা করে বেতন দেওয়া হবে।
5. স্টাফ নার্স
শূন্যপদ- 39 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।
6. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ- 240 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- ANM এবং GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।
7. স্পেশালিস্ট / Specialist
শূন্যপদ- Medicine এ 52 টি, Paediatrics এ 52 টি, Gynaecology তে 52 টি, Ophthalmology তে 52 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- MBBS গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট বিষয়ে MD সম্পন্ন করে থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- সর্বোচ্চ 67 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 70,000 টাকা করে বেতন দেওয়া হবে (পিজি ডিগ্রি), মাসিক 65,000 টাকা করে বেতন দেওয়া হবে (পিজি ডিপ্লোমা) থাকলে।
নিয়োগ পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.north24parganashealth.org ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
জেনারেল প্রার্থীদের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা
11/09/2023 এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 মাধ্যমিক পাশে রাজ্যের হোস্টেলে গ্রুপ-D পদে চাকরি, শীঘ্রই আবেদন করুন
👉 রাজ্যে CMOH এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি
👉 ভারতীয় আয়কর বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত
👉 BECIL এ গ্রুপ-C DEO পদের চাকরি, মাসিক বেতন 17 হাজার 498 টাকা
👉 রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে ভলেন্টিয়ার পদে চাকরি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন