৯ বছরের অপেক্ষার অবসান! পুজোর আগেই ১৩ হাজারের বেশি নিয়োগ সম্পন্ন করবে SSC

9 years of waiting is over SSC will complete more than 13 thousand recruitments before Puja

উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের জন্য সুখবর। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। এর ফলে, পুজোর আগেই উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরুর বেশ জোরদার সম্ভবনা তৈরি হয়েছে।

2014 সালের পর থেকে থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাজ্যে। তবে বর্তমানে এখানে 14 হাজারেরও বেশি শূন্যপদ আছে। দীর্ঘ দশ বছরে নিয়োগের জন্য তৈরি করা মেধাতালিকা প্রকাশ করেও দুর্নীতির অভিযোগে বাতিল করতে বাধ্য হয়েছে কমিশন।

দীর্ঘ সময় ধরে নিয়োগ না থাকায় চূড়ান্ত অসন্তোষ তৈরি হয়েছে সফল নিয়োগপ্রার্থীদের মনে। উঠছে অবিলম্বে নিয়োগের দাবিও।

মেধা তালিকায় ১৩ হাজার নাম

অন্যদিকে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফে যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 13,339 জনের নাম রয়েছে। তবে এই মেধাতালিকা নিয়েও বেশ কিছু অভিযোগ উঠেছে।

এসএসসি সূত্রে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, গত বৃহস্পতিবারের মধ্যেই যাবতীয় অভিযোগ কমিশনের কাছে জমা পড়েছে। আগামী সপ্তাহের সোমবার থেকে সমস্ত অভিযোগের উত্তর দেওয়া হবে কমিশনের পক্ষ থেকে

SSC এর কাছে অভিযোগ জমা

সূত্রের খবর বলছে, জমা পড়া অভিযোগের সংখ্যা বেশি নয়। কুড়িটিরও কম অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে অধিকাংশ অভিযোগেরই কোনো সারবত্তা নেই।

এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, ‘অভিযোগের সংখ্যা খুবই নগণ্য। সেই অভিযোগের উত্তর দেওয়ার প্রক্রিয়া চলছে।’ মেধাতালিকা সংক্রান্ত এই মামলার শুনানি হবে আগামী 25 সেপ্টেম্বর। যদিও গত সপ্তাহেই এই শুনানি হওয়ার কথা ছিল, তবে তা হয়নি।

এই মামলার হাইকোর্টে শুনানির ক্ষেত্রে, কমিশনের তৈরি করা উত্তরগুলি নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে সওয়াল করবেন বলেই খবর। শুনানির পরে যদি অভিযোগ অনুযায়ী কিছু ক্ষেত্রে মেধাতালিকায় পরিবর্তন করতে হয়, তার জন্য বেশি সময় লাগবে না। অর্থাৎ বলা যেতেই পারে যে, দুর্গাপূজার আগেই হয়ত নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে পারে কমিশন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 WBPDCL-এ ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের পদে চাকরি

👉 টেট পরীক্ষায় সরকারের এত টাকা লাভ! হিসেব কষে দেখালেন শুভেন্দু

👉 মাধ্যমিক পাশে সিভিলিয়ান ডিফেন্সে গ্রুপ-C পদে চাকরি

👉 কলকাতায় সরকারি জাদুঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 ফুড SI নিয়ে বিরাট জয় রাজ্যের, ৩০২৪ জন চাকরিপ্রার্থীর স্বস্তি মিলল

Previous article600 টি শূন্যপদে IDBI ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি, 30 সেপ্টেম্বর অবধি আবেদন চলবে
Next articleরাজ্যের SC, ST, OBC দপ্তরে চাকরি! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here