গত ১৫ ই মার্চ রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল রাজ্যের বিভিন্ন বাংলা সহায়তা কেন্দ্র বা BSK তে মোট ২৯২২ জন প্রার্থী নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এবার BSK তে প্রার্থীদের নিয়োগ করার জন্য নেওয়া হবে Computer Based Test বা CBT।
দুটি পরীক্ষার মাধ্যমে BSKতে নিয়োগ
এই CBT এর মাধ্যমে BSK তে প্রার্থী নিয়োগ সম্পূর্ণ নতুন একটি প্রক্রিয়া হতে চলেছে। কারণ এতদিন অবধি কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই BSK তে প্রার্থী নিয়োগ করা হত। কেমন হতে চলেছে এই বারের নিয়োগ প্রক্রিয়া? আসুন, জেনে নেওয়া যাক।
এই বছর BSK তে প্রার্থী নিয়োগ করার জন্য মোট দুটি পরীক্ষা নেওয়া হবে। প্রথমেই নেওয়া হবে একটি OMR Based Test। এই পরীক্ষাতে যেসব প্রার্থী ভালো ফল করবেন তাঁদের লিস্ট বের করা হবে। সেই লিস্টে নাম থাকা প্রার্থীদের আবার দ্বিতীয় দফায় একটি কম্পিউটার টেস্ট বা CBT দিতে হবে।
দুই রাউন্ড মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফের বের করা হবে ফাইনাল মেরিট লিস্ট (Final Merit List)। এই লিস্ট অনুয়ায়ী নিয়োগপত্র হাতে পাবেন প্রার্থীরা।
BSKতে নিয়োগের পরীক্ষায় উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন
প্রথম পরীক্ষাটিতে প্রশ্নের মান করা হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ Higher Secondary লেভেলের। পরীক্ষাটির উত্তর OMR Sheet এ লিখতে হবে প্রার্থীদের। মোট পূর্ণমান হবে ১০০ নম্বর। প্রশ্ন সংখ্যা থাকবে ৫০ টি। প্রতিটি প্রশ্নের জন্য ধার্য করা হবে ২ নম্বর। তিনটি ভুল উত্তরের জন্য ১ নম্বর করে নেগেটিভ মার্কিং করা হবে।
পরীক্ষাটির জন্য নির্ধারিত সময় রাখা হয়েছে ৯০ মিনিট। এখানে G.K, Arithmetic, English এবং Quantitive Aptitude থেকে প্রশ্ন থাকবে। সমস্ত প্রশ্ন গুলির উত্তর করা বাধ্যতামূলক, অর্থাৎ কোনও অপশন থাকবে না এখানে।
দ্বিতীয় দফার CBT পরীক্ষার জন্য পূর্ণমান ৫০ ধার্য করা হয়েছে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগের বিজ্ঞপ্তি দেখুন
- এই জেলায় প্রাইমারি স্কুলে ক্লাস নেবেন সিভিক ভলেন্টিয়াররা
- কল্যাণী AIIMS-এ গ্রুপ-C নতুন চাকরি