AAI Apprentice Recruitment 2024: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে চাকরিপ্রার্থীদের বিনামূল্যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে স্নাতক, ডিপ্লোমা এবং আইটিআই প্রার্থীরা সুযোগ পাবে। অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি মূলত পূর্ব ভারতের বিভিন্ন বিমানবন্দরে অনুষ্ঠিত হবে। পুরুষ মহিলা নির্বিশেষে ভারতের নাগরিক হলে যে কোন চাকরিপ্রার্থী এখানে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কি লাগবে, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে। তাই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা | Airports Authority of India (AAI) |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদ | ১৩৫ |
বেতন | ৯,০০০-১৫,০০০/- |
আবেদনের শেষ তারিখ | ৩১/১০/২০২৪ |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
পদের নাম ও শূন্যপদ
- এখানে মূলত গ্রাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই প্রার্থীরা অ্যাপ্রেন্টিস ট্রেনিং গ্রহণ করতে পারবে।
- এখানে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ১৩৫ টি। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
ট্রেড | শূন্যপদ |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | ৪৫ টি |
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস | ৫০ টি |
আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস | ৪০ টি |
শিক্ষাগত যোগ্যতা
এখানে বিভিন্ন ট্রেডের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলি আলোচনা করা হলো-
- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই তিন বছর বা চার বছরের ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েট হতে হবে।
- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে তিন বছরের ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করে থাকতে হবে।
- আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে ITI-এ NCVT সার্টিফিকেট থাকতে হবে সেই সমস্ত ট্রেডে।
বয়স সীমা
এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরীপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৬ বছর, ৩১ শে জুলাই, ২০২৪ এই তারিখ অনুযায়ী। সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
ক্যাটাগরি | বয়সের ছাড় |
SC/ST | ৫ বছর |
OBC | ৩ বছর |
PWD | ১০ বছর |
বেতন বা স্টাইপেন্ড
এখানে বিভিন্ন ট্রেডের জন্য বেতনক্রম বিভিন্ন রয়েছে।
ট্রেড | বেতন |
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস | ১৫,০০০/- |
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস | ১২,০০০/- |
আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস | ৯,০০০/- |
নিয়োগ প্রক্রিয়া
এখানে মূলত প্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। ধাপগুলি হল-
- মেরিট লিস্ট- প্রার্থীদের গ্রাজুয়েশন ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রী অথবা আইটিআই ডিগ্রির নম্বরের উপর ভিত্তি করে একটা শর্টলিস্টেড মেরিট লিস্ট তৈরি করা হবে।
- ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন- যে সমস্ত প্রার্থীদের নাম ওই মেরিট লিস্টে থাকবে তাদেরকে ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে এবং তাদের ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।
- ফাইনাল সিলেকশন- ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং প্রার্থীদের মেডিকেল ফিটনেস এর উপর ভিত্তি করে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন প্রক্রিয়া
এখানে যে সমস্ত প্রার্থীরা গ্রাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করবে তাদেরকে BOAT/NATS -এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং যারা আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস এর জন্য আবেদন করবে তাদেরকে NAPS/অ্যাপ্রেন্টিস পোর্টালে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। আপনারা সরাসরি সেখান থেকে আবেদন করে নিতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
যারা যারা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তারা ৩১ শে অক্টোবর, ২০২৪ এই তারিখের ভিতরে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন।
আরও আপডেটঃ রেলে ১ লাখ গ্রুপ-ডি নিয়োগ, মাধ্যমিক পাশে মিলবে চাকরি, বিস্তারিত আপডেট দেখুন
গুরুত্বপূর্ণ লিঙ্ক
গ্রাজুয়েট/ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- Apply Now
ITI ট্রেড অ্যাপ্রেন্টিস- Apply Now
অফিশিয়াল নোটিশ- Download Now