রাজ্যে আপদ মিত্র স্কিমে ভলেন্টিয়ার নিয়োগ, সপ্তম শ্রেনি পাশে আবেদন চলছে

Aapda Mitra Scheme Volunteer Recruitment

রাজ্যের একটি জেলায় ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আপদ মিত্র স্কিম (Aapda Mitra Scheme Recruitment)-এর আওতায় ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। 

কালিম্পং জেলার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স সেকশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

এই ভলেন্টিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়সসীমা কত হতে হবে, কিভাবে আবেদন করা যাবে ইত্যাদি নিয়োগের তথ্য গুলি এইবার আমরা জানবো। 

Aapda Mitra Scheme Volunteer Recruitment

Aapda Mitra Scheme Volunteer Recruitment

নোটিশ মেমো নম্বরঃ  98(9)/DMS/CD-30

নোটিশ প্রকাশের তারিখঃ  25.04.2022

আবেদনের মাধ্যমঃ  অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নামঃ  ভলেন্টিয়ার (Volunteer) 

বয়সসীমাঃ  ভলেন্টিয়ার পদে চাকরির জন্য আবেদন করতে হলে বয়স হতে হবে 18 – 40 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতাঃ  কমপক্ষে সপ্তম (৭) শ্রেনি পাশ হতে হবে।

বিশেষ যোগ্যতাঃ  সেইসাথে আবেদনকারীকে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ থাকতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই কালিম্পং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ  অফিসিয়াল নোটিশের দুই নম্বর পেজে থাকা নির্দিষ্ট ফরম্যাটের ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে।

যারা আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। তারপর নোটিশের দুই নম্বর পেজে থাকা আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। 

প্রিন্ট করার পর ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। এরপর ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সেগুলিকে একটি খামে ভরতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

ব্লক এলাকার বাসিন্দাদের নির্দিষ্ট বিডিও অফিসে এবং পৌর এলাকার বাসিন্দাদের নির্দিষ্ট পৌরসভার অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। 

আবেদনের শেষ তারিখঃ  17 মে 2022 তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-