বুধবার ১৩ সেপ্টেম্বর দীর্ঘ নয় ঘন্টা চল্লিশ মিনিট পরে ইডির সিজিও কমপ্লেক্স থেকে বার হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। ইডির সাড়ে নয় ঘন্টার ম্যারাথন জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েই ইডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
গতকাল ছিল INDIA- বিরোধী জোটের সমন্বয় বৈঠকও। কিন্তু সেখানে হাজির না হয়ে অভিষেক ইডি-এর তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন। তৃণমূল সাংসদের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে বিরোধী জোটের নেতারাও।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নেয় ইডি। এরপর সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুকে জেরা করে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
পরবর্তীতে সেই সব সূত্র ধরেই লিপস অ্যান্ড বাউন্ডস-এর নিউ আলিপুর অফিসে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। এভাবেই তদন্তে উঠে আসে লিপস অ্যান্ড বাউন্ডস-এর সিইও তৃণমূল সম্পাদক অভিষেক ব্যানার্জীই। ইডি-এর ধারণা, নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে এই কোম্পানি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগ রয়েছে।
তবে গতকাল দীর্ঘ জেরা শেষে সাংবাদিকদের সামনে অভিষেক অভিযোগ করেন, ইডি কোনও তদন্তের কিনারা করতে পারে না। এমনকি বিচারপ্রক্রিয়া শুরু করতে পারে না। ইডির অক্ষমতা প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ্ত সেনের কথাও উল্লেখ করেন।
অভিষেক বলেন, “সারদাকাণ্ডে সুদীপ্ত সেন গ্রেপ্তার হয়েছেন প্রায় 9 বছর। এখনও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। নিয়োগ দুর্নীতি মামলার সুরাহা হবে কী করে?”
তবে এখানেই শেষ নয়, একই সাথে ইডির অপরাধী ধরার প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক। এই প্রসঙ্গে বলতে গিয়ে ফেলুদা-জটায়ুর কথাও পাড়েন তিনি। অভিষেক বলেন, “এরা আগে থেকে অপরাধী ঠিক করে নেয় মনে মনে। তারপর অপরাধ সাজানোর চেষ্টা করে। সেই জন্য কোনওদিন সুরাহা হয় না। তদন্ত রাজনৈতিকভাবে প্রভাবিত। আর সেই প্রভাব না কাটলে বঞ্চিতরা বিচার পাবে না।” এরই সাথে অভিষেকের সংযোজন, “রাজ্য সরকারের হাত-পা বাঁধা। তদন্ত চলছে। আর সেই তদন্ত রাজনৈতিকভাবে প্রভাবিত।”
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে 14 ধরনের পদে চাকরি
👉 প্রাইমারি টেট অফিসিয়াল নোটিশ ২০২৩ প্রকাশিত হল
👉 প্রাইমারি শিক্ষক নিয়োগ 2022 এর মেধাতালিকা কবে প্রকাশিত হবে? জানালেন পর্ষদের সভাপতি
👉 ২০১৭ সালের পর এবার রাজ্যে প্রচুর গ্রুপ-D নিয়োগ! ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবে
👉 পুজোর আগেই রাজ্যে নতুন হোম গার্ড নিয়োগ