অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

Accountant including various posts recruitment 2023

রাজ্যের ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে আট ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন।

চাকরি পাওয়া কর্মীদের পোস্টিং দেওয়া হবে ঝাড়গ্রামে। এই নিয়োগ এক বছরের চুক্তির ভিত্তিতে হবে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- DH&FWS/JGM/2023/2411

নোটিশ প্রকাশের তারিখ- 17.11.2023

যে পদে নিয়োগ করা হবে

1. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট / Community Health Assistant

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ANM এবং GNM পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে উক্ত জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা- 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।

2. ক্লিনিকাল সাইকোলজিস্ট / Clinical Psychologist

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ক্লিনিকাল সাইকোলজি নিয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম 1 বছরের কাজের অভিজ্ঞতার পাশাপাশি আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম- মাসিক 30,000 টাকা বেতন দেওয়া হবে।

3. স্পেশালিস্ট মেডিকেল অফিসার / Special Medical Officer

শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে। এখানে Ophthalmology, Medicine, Paediatrics, Gynaecology বিভাগের প্রতিটিতে 1 টি করে শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- MBBS গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট বিষয়ে MD / DNB সম্পন্ন করে থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 62 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- দৈনিক 3,000 টাকা করে বেতন দেওয়া হবে।

4. অ্যাকাউন্টেন্ট / Accountant (AYUSH)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং কম্পিউটারে দক্ষতা থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 62 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 12,000 টাকা করে বেতন দেওয়া হবে।

5. অ্যাটেনডেন্ট / Attendant

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে।

বেতনক্রম- প্রার্থীদের মাসিক 5,000 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

জেনারেল প্রার্থীদের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের সময়সীমা

02 ডিসেম্বর, 2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 906 শূন্যপদে এয়ারপোর্টে সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগ, 30 হাজার টাকা মাসিক বেতন

👉 NIOS এ গ্রুপ-এ, বি, সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি! 21 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে

👉 সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 8283 শূন্যপদে স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ, 07 ডিসেম্বর অবধি আবেদন চলবে

Previous articleরাজ্যের এই ৩টি জেলাতে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ
Next article1697 শূন্যপদে ভারতীয় রেলওয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ, মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় করা হবে নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here