রাজ্যের খাদ্য দপ্তরে গ্রুপ-C কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করা হবে অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর (ADEO) পদে। এই নিয়োগের ক্ষেত্রে দারুন বিষয় হচ্ছে, লিখিত কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই চাকরির নিয়োগের বাকি গুরুত্বপূর্ন তথ্যগুলি নিচে পরপর জানানো হয়েছে।
পদের নামঃ অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর (Additional Data Entry Operator- ADEO)
বেতনঃ প্রতি মাসে ১৩ হাজার টাকা
বয়সসীমাঃ আবেদন করার জন্য 21 – 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.11.2021 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ
- UGC স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
- কমপক্ষে ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে।
- কম্পিউটারে ইন্টারনেট এবং MS Office এর কাজ জানতে হবে।
শুন্যপদঃ 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ সরাসরি ইন্টারভিউ বা Walk in Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 09 মার্চ 2022
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল ১০ টার সময় থেকে ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হবে।
ইন্টারভিউয়ের স্থানঃ ইন্দপুর বিডিও অফিস
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল।
আবেদন প্রক্রিয়াঃ
Step-1 অফিসিয়াল নোটিশের পিডিএফ (PDF) ডাউনলোড করতে হবে।
Step-2 নোটিশের ৩ নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে।
Step-3 ফর্মটি A4 মাপের পেজে প্রিন্ট করতে হবে।
Step-4 প্রিন্ট করার পর ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে।
Step-5 তারপর ফর্মের সাথে দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিতে হবে।
Step-6 ফর্ম এবং নথিপত্র গুলিকে একসঙ্গে পিন আপ করে রাখতে হবে।
Step-7 ইন্টারভিউয়ের দিন এই আবেদনপত্রটি নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আলাদা করে আবেদনপত্র পাঠাতে হবে না।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্য স্বাস্থ্য মিশনের আওতায় চাকরি
- গ্রুপ-D এবং গ্রুপ-C পদে রাজ্যের মহাবিদ্যালয়ে চাকরি
- রাজ্যে ১৫০০ পার্শ্ব শিক্ষক নিয়োগ