হাওড়া জেলার ব্যাক ওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট দফতরের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 1327/BCW&TD/How
নোটিশ প্রকাশের তারিখ- 06/11/2023
যে পদে নিয়োগ হবে
অ্যাডিশনাল ইন্সপেক্টর
শূন্যপদ
এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা
সর্বোচ্চ 64 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। অফলাইনে আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। এর 2 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে।
এটি প্রিন্ট করিয়ে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করার সাথে সাথে নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় করে ফর্মটিকে পাঠাতে হবে নীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
The District Welfare Officer, (BCW&TD), New Collectorate Building, 4th Floor, 7, Rishi Bankim Chandra Road, Howrah – 711101
অফলাইন আবেদনের ক্ষেত্রে যেসব নথি লাগবে
1. বয়সের প্রমাণ
2. PPO নোটিশ
3. ভোটার কার্ড
4. প্যান কার্ড
5. আধার কার্ড
6. স্ট্যাম্প সাইজের ছবি।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শেষ হবে 30/11/2023 তারিখের বিকেল 5 টায়।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ম্যানেজার সহ বিভিন্ন পদে নিয়োগ, 48 হাজার 170 টাকা মাসিক বেতন
👉 রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদে নিয়োগ, নবান্ন থেকে গুরুত্বপূর্ণ আপডেট
👉 ডাক বিভাগে গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি! মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 সিকিউরিটি গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, সপ্তম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি
👉 রাজ্যে 1000 শূন্যপদে বন সেবক নিয়োগের সিদ্ধান্ত, জানুন বিস্তারিত আপডেট