বিডিও অফিসের মাধ্যমে রাজ্যের একটি জেলায় অ্যাডিশনাল ডাটা এনট্রি অপারেটর নিয়োগ করা হবে। এই চাকরিতে নিয়োগের জন্য কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ অর্থাৎ ‘ওয়াক ইন ইন্টারভিউ’ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোন জেলায় নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে- ইত্যাদি বিষয় জানানো হল।
Addtional DEO Group C Recruitment in Birbhum
নোটিশ নম্বরঃ 1428/Raj
নোটিশ প্রকাশের তারিখঃ 18.11.2021
আবেদন করার সময়সীমাঃ 24 নভেম্বর 2021 তারিখ বিকেল 4 টে পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়াঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পোষ্টের নামঃ অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর (Additional Data Entry Operator)
বেতনঃ প্রতি মাসে 13,000 টাকা
বয়সসীমাঃ 18-40 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ হতে হবে। সেইসঙ্গে ১ বছরের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
নিয়োগের স্থানঃ বীরভূম জেলার, রাজনগর ব্লকে নিয়োগ করা হবে।
বিঃ দ্রঃ আবেদনকারী যদি বীরভূম জেলার, রাজনগর ব্লকের বাসিন্দা হয় তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন করার প্রক্রিয়াঃ
অফিসিয়াল নোটিশের একেবারে শেষে আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে। প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন করার ফর্মটি এ 4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ফর্মটি ফিল আপ করতে হবে। ফিল আপ করা হলে দরকারি কিছু ডকুমেন্ট এর জেরক্স ফর্মের সাথে জুড়তে হবে। তারপর ফর্মটি একটি খামে ভরে বিডিও অফিসের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) আঁধার কার্ড অথবা ভোটার কার্ড (সেলফ অ্যাটেস্টেড)
(2) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(3) বাসিন্দা সার্টিফিকেট
(4) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশীট
(5) কম্পিউটার সার্টিফিকেট
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Block Development Office, Rajnagar Development Block, Dist- Birbhum
নিয়োগ প্রক্রিয়াঃ
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত কোনো পরীক্ষা হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ 25.11.2021, দুপুর 12.00
ইন্টারভিউয়ের স্থানঃ রাজনগর ব্লক ডেভেলপমেন্ট অফিস, বীরভূম
জেলাভিত্তিক চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।