২০১৭ সালের পর এবার রাজ্যে প্রচুর গ্রুপ-D নিয়োগ! ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবে

After 2017 many Group-D recruitments in West Bengal

বড়ো সুখবর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য২০১৭ সালের পর অর্থাৎ দীর্ঘ ছয় বছর পর ফের বড়ো সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্যের স্টাফ সিলেকশন কমিশন।

সরকরের তরফেও SSC কে চাপ দেওয়া হচ্ছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য। সূত্র মারফত পাওয়া খবর থেকে জানা গিয়েছে, প্রায় 12 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

এই বিষয়ে SSC এর বর্তমান সচিব এবং পরীক্ষা-নিয়ামক পদে অতিরিক্ত সচিব হিসেবে ইতিমধ্যেই WBCS অফিসার সৌম্যজিৎ দেবনাথকে নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে।

রাজ্য SSC-এর মাধ্যমে হবে এই নিয়োগ

সরকারি সূত্রে জানা যাচ্ছে, SSC এর তরফে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে জানান, আগামী একবছরের মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পদে 12 হাজার কর্মী নিয়োগ করা হবে।

প্রথম পর্যায়ে থাকবে ৬ হাজার শূন্যপদ

যদিও প্রথম পর্যায়ে SSC এর মাধ্যমে অর্ধেক অর্থাৎ 6 হাজারের মতো কর্মী নিয়োগের সম্ভাবনা থাকছে বলেই অনুমান করা হচ্ছে।

গ্রুপ ডি পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম ক্লাস এইট বা মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি, প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। SSC এর মাধ্যমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের।

২০১৭ সালের পর রাজ্যে বড় গ্রুপ-ডি নিয়োগ

বহু বছর রাজ্যে কোনো স্বচ্ছ নিয়োগ হয়নি। এমনকি এই গ্রুপ ডি পদের জন্যও 2017 সালে শেষবারের মত পরীক্ষা নেওয়া হয়েছিল। ওই বছর মোট 6 হাজার কর্মী নিয়োগ করা হয়।

বছর ছয়েক পরে ফের SSC এর মাধ্যমে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগে স্বচ্ছতা আনতে এবারের স্টাফ সিলেকশন কমিশনের বোর্ডে একাধিক সদস্য রাখা হবে।

এদের মধ্যে থাকবেন সংখ্যালঘু, ওবিসি এবং তফসিলি সম্প্রদায়ের প্রতিনিধি। ধারণা করা হচ্ছে এবারের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ ভাবেই সম্পন্ন করতে সক্ষম হবে স্থাফ সিলেকশন কমিশন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 পুজোর আগেই রাজ্যে নতুন হোম গার্ড নিয়োগ

👉 এখনই কাউকে প্রাইমারিতে চাকরি দেওয়া সম্ভব নয়! কেন একথা জানালেন পর্ষদ সভাপতি

👉 এই সমস্ত প্রাইমারি শিক্ষকদের চাকরির বাতিলের ভয় নেই, সরকার নিল বড় পদক্ষেপ

👉 425 টি শূন্যপদে পাওয়ারগ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ

👉 2000 টি শূন্যপদে SBI এ প্রবেশনারি অফিসার পদে চাকরি

Previous articleজেলা পরিষদে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, মাসিক বেতন 22 হাজার টাকা
Next articleONGC তে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন | ONGC Apprentice Recruitment 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here