1/10: শেষ নিয়োগ হয়েছিল 1997 সালে, তারপরে ফের 26 বছর বাদে 2023 সালে আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করল দফতর। রাজ্যের তিন জাতীয় উদ্যান, গোরুমারা, জলদাপাড়া এবং বক্সা অরণ্যের জন্য মাহুত এবং পাতাওয়ালা পদে স্থায়ী নিয়োগ করা হবে।
2/10:রাজ্যের তিনটি জাতীয় উদ্যানে মোট 113 টি কুনকি হাতি রয়েছে, এদের দেখভালের জন্যই মোট 226 টি স্থায়ী পদে মাহুত এবং পাতাওয়ালা নিয়োগ করা হবে।
3/10:দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় অবশেষে বাধ্য হয়ে 14 এপ্রিল থেকে অস্থায়ী আন্দোলন করতে শুরু করেন মাহুত এবং পাতাওয়ালারা। তবে শুধু নিয়োগ বন্ধই নয়, আরও কয়েকটি দাবি মিলিয়ে একসাথে কাজ বন্ধ করেন ওই কর্মীরা।
4/10:মূলত চারটি দাবি সামনে রাখা হয়েছিল। এর মধ্যে অন্যতম ছিল দীর্ঘদিন বেতন বৃদ্ধি না করার ক্ষোভ। বর্তমানে মাসিক 7240 টাকা দেওয়া হয় মাহুতদের। এই দুর্মূল্যের বাজারে যা দিয়ে সংসার চালানো কেবলমাত্র কঠিন নয়, অসাধ্যও বটে।
5/10:এছাড়াও, মাহুতরা কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হলে শুধুমাত্র বীমার টাকা ব্যবস্থা করা হয় বন দফতরের তরফে। কিন্তু দুর্ঘটনায় কোনো মাহুতের মৃত্যু হলে তাদের পরিবারের কোনও ব্যক্তিকে কাজ দেওয়া হয় না। এই সমস্ত দাবিকে সামনে রেখে গত 14 থেকে 17 এপ্রিল অবধি কাজ স্থগিত রেখেছিল মাহুতরা।
6/10:এর ফলে সমস্যায় পড়তে হয় পর্যটকদেরও। কারণ মাহুতরা কাজ বন্ধ রাখার দরুন হাতি সাফারি বন্ধ করতে হয়েছিল। আগাম টিকিট কেটে রেখেছিলেন যারা, তাদেরকে টিকিটের মূল্য ফেরত দিতে বাধ্য হয়েছে বন দফতর।
7/10:এদিকে কুনকি হাতিগুলির জন্য দৈনিক দুই কুইন্টাল খাবার এবং 100 লিটার পানীয় জলের ব্যবস্থা করতে হয়। বৈশাখের প্রথম সপ্তাহেই প্রচণ্ড গরম পড়ে যাওয়ায়, হাতিদের পানীয় জলের চাহিদা আরও বেড়েছে। এর সাথে রয়েছে স্নানের জন্য জলের ব্যবস্থা করার ব্যাপারও। এই সমস্ত কাজের দায়িত্ব মাহুতরাই পালন করে থাকেন।
8/10:এমতাবস্থায় তারা কাজ বন্ধ করে দেওয়ায় চাপের মুখে পড়ে অবশেষে 236 টি স্থায়ী পদে মাহুত এবং পাতাওয়ালা নিয়োগের আশ্বাস দিল বন দফতর।
9/10:যদিও এই ব্যাপারে সহমত নন রাজ্যের প্রধান মুখ্য বনপাল সৌমিত্র দাসগুপ্ত। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘এটা ভাবার কোনও কারণ নেই যে অস্থায়ী মাহুত ও পাতাওয়ালাদের আন্দোলনের জন্যই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ছ’মাস ধরে নিয়োগ সংক্রান্ত সরকারি প্রক্রিয়া চলছিল। শেষ পর্যন্ত অর্থ দপ্তরের অনুমোদন মেলায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।’
10/10:এই সংক্রান্ত অফিসিয়াল নোটিশ বেরোলেই আমরা তা আপনাদের সাথে শেয়ার করে নেবো।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যের শিশু সুরক্ষা দফতরে চাকরি
- ২০২৩ সালে আবার কি প্রাইমারি টেট হচ্ছে?
- রাজ্যের রামকৃষ্ণ মিশনে ক্লার্ক এবং টিচিং স্টাফ নিয়োগ