৪ বছর পর WBPSC এর মাধ্যমে ফুড SI নিয়োগ, এতটি শূন্যপদে চাকরি

Food SI Recruitment 2023

1/8: চার বছর পর আবার একসঙ্গে বড় সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্য সরকারি দফতরে। ২০১৯ সালের শেষবার পাবলিক সার্ভিস কমিশন বা PSC-এর মাধ্যমে ৬,০০০ লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি বার করেছিল পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ প্রক্রিয়া ও করোনার কারণে দেরির ধাক্কা সামলে চলতি বছর সেই পদে নিয়োগ হয়েছে।

2/8: বিভিন্ন দফতরে শূন্য পদ অনুযায়ী ৬,০০০ লোয়ার ডিভিশন ক্লার্ক চাকরি শুরু করেছেন। এর মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেও সেটা আধা সরকারি বা স্বশাসিত সংস্থার চাকরি। সরাসরি সরকারি দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি চার বছর পর এই প্রথম বের করল রাজ্য সরকার। এবারে পিএসসির মাধ্যমে ফুড সাব-ইন্সপেক্টর (SI) পদে ৪৮০ জনকে নিয়োগ করা হবে।

3/8: রাজ্যের গণবন্টন ব্যবস্থায় ফুড সাব-ইন্সপেক্টরদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাঁরা খাদ্য দফতরের অধীনে কাজ করেন। ২০১৪ ২০১৭ সালেও ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন। এই দুই বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ হয়। লিখিত পরীক্ষা দুটি ভাগে ভাঙা ছিল। ৫০ নম্বরে ছিল সাধারণ জ্ঞানসাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং বাকি ৫০ নম্বর ছিল গণিতসাধারণ বুদ্ধিমত্তার উপর।

4/8: লিখিত পরীক্ষার পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ’ও হয়েছিল। কিন্তু নিয়োগ প্রক্রিয়া ও তার বিভিন্ন বিষয় নিয়ে চাকরিপ্রার্থীদের একাংশ প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেই মামলা এখনও চলছে। ফলে ২০১৪ ও ১৭ সালে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলেও ফুড সাব-ইন্সপেক্টর পদে কেউ চাকরি পাননি।

5/8: এদিকে দীর্ঘদিন খাদ্য দফতরের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ না হওয়ায় গণ বন্টন ব্যবস্থা এবং কৃষকদের কাছ থেকে ফসল সংগ্রহের ক্ষেত্রে সমস্যায় পড়ছে রাজ্য সরকার। এই বিষয়ে সরকার আদালতে গেলে বিচারপতি জানিয়ে দেন, পুরনো মামলা চললেও নতুন নিয়োগ নিয়ে কোন‌ও অসুবিধা নেই। আর তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে ৪৮০ জন ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। আগামী ২৩ অগস্ট অর্থাৎ বুধবার থেকে অনলাইনে এই পদের জন্য ফর্ম ফিলাপ করে আবেদন করা যাবে।

6/8: ২৩ অগস্ট আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই পিএসসি তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে কারা আবেদন করতে পারবেন, যোগ্যতামান কী, কোন পদ্ধতিতে পরীক্ষা হবে, সংরক্ষণের তালিকা সব কিছু জানিয়ে দেবে।

7/8: জানা গিয়েছে এই নিয়োগ নিয়ে এবার আর যাতে কোন‌ও বিতর্ক দেখা না দেয় তার জন্য অত্যন্ত সতর্ক সরকার ও পিএসসি। এবারে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হচ্ছে ভিন রাজ্যের একটি নামকরা বিশ্ববিদ্যালয়কে দিয়ে। তবে পরীক্ষা পদ্ধতি বা নম্বর বিভাজন বদলাবে কিনা তা এক্ষুণি বলা যাচ্ছে না।

8/8: ঘটনা হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই জানিয়েছিলেন আগামী এক বছরের মধ্যে রাজ্য সরকার বিভিন্ন পদ মিলিয়ে মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করবে। এই নিয়োগ প্রক্রিয়া তার‌ই মধ্যে পড়ছে। সূত্রের খবর মুখ্যমন্ত্রী নিজে চান দ্রুত নিয়োগ প্রক্রিয়া মিটিয়ে এই ফুড সাব-ইন্সপেক্টরদের খাদ্য দফতরে চাকরি দিতে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 IFFCO তে অ্যাকাউন্টেন্ট পদে চাকরি, মাসিক বেতন 36 হাজার টাকা

👉 ৫২ হাজার অনুমোদিত পদের মধ্যে ২২ হাজার শূন্যপদে নিয়োগ! কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী

👉 NCL তে মাধ্যমিক পাশে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

👉 রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট পদে চাকরি

👉 কল্যাণী AIIMS এ চাকরি, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Previous articleIFFCO তে অ্যাকাউন্টেন্ট পদে চাকরি, মাসিক বেতন 36 হাজার টাকা | IFFCO Recruitment 2023
Next articleরাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, শূন্যপদ কয়টি দেখুন | WBPSC Food SI Recruitment Notice 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here