WBSSC Recruitment: দীর্ঘ ৭ বছর পর ১৪ হাজার ৫২ জনের নিয়োগ সম্পন্ন হতে চলেছে রাজ্যে

After 7 long years, the recruitment of 14 thousand 52 people is going to be completed

1/8: অবশেষে সুদীর্ঘ ৭ বছরের প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশন (WBSSC)-এর তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবারের নিয়োগে ১৪ হাজারেরও বেশি শূন্য পদ থাকবে বলে ধারণা করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই SSC এর তরফে এই বিষয় নিয়ে নির্দেশিকা প্রকাশ করা হবে।

2/8: SSC এর তরফে মোট ১৪ হাজার ৩৩৯ টি শূন্য পদের মধ্যে ১৪ হাজার ৫২ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে। এত বিপুল পরিমাণ কর্মীর অভাবের কারণে স্কুলগুলিতে সমস্যা হচ্ছে। তাই কমিশন এবার নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে চাইছে।

3/8: এই প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সংবাদ মাধ্যমে বলেন, ‘আদালত অনুমতি দিলে আগামী সপ্তাহেই উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কাল, শুক্রবার উচ্চ প্রাথমিকের হলফনামা পেশ করবে এসএসসি। সেই সঙ্গে শুনানির তারিখ চেয়েও আমরা আবেদন করব।’

4/8: এরই সাথে তিনি যোগ করেন, ‘আগামী সপ্তাহে শুনানির তারিখ পেলে সে দিনই মেধাতালিকা প্রকাশের জন্য আবেদন করা হবে। মেধাতালিকা ও বাদ পড়া প্রার্থীদের তথ্যভাণ্ডার হলফনামা আকারে জমা দেবো শুক্রবারের মধ্যে।’

5/8: প্রসঙ্গত, ৭ বছর আগে, ২০১৬ সাল থেকে রাজ্যের প্রাথমিক ও নবম-দ্বাদশে শিক্ষক নিয়োগ হলেও উচ্চ প্রাথমিকে কোনও কর্মী নিয়োগ হয়নি। এরপরে ২০২০ সালের ১১ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি প্রার্থীদের প্যানেল বাতিল করা হয়।

6/8: বর্তমানে রাজ্যের উচ্চ প্রাথমিক স্তরে সর্বমোট ১৪ হাজার ৫২ জনের ইন্টারভিউ হয়েছে, এখানে শূন্যপদ রয়েছে ১৪ হাজার ৩৩৯টি। ২০২২ সালের ১৫ নভেম্বরের মধ্যে হাইকোর্টে তালিকা জমা দেওয়ার কথা ছিল কমিশনের।

7/8: তবে ৪ নভেম্বর নতুন করে কল লেটার পাওয়া দেড় হাজার প্রার্থীর ইন্টারভিউয়ের প্রক্রিয়া সমাপ্ত হয়। ইতিমধ্যেই ২০১৬ সালের ১৪,৩৩৯টি শূন্যপদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন, সেই পদের সংখ্যা নিশ্চিত করতে বিকাশ ভবনে আবেদন করা হয়েছে।

8/8: কমিশনের তরফে জানানো হয়েছে, নিয়োগ হবে স্বচ্ছ্বতার সাথেই। আগামীতে যে হলফনামা প্রকাশ করবে কমিশন, সেখানে সব কিছুর উল্লেখ করা থাকবে। পাশাপাশি যে হাজার খানেক প্রার্থীর ওএমআর শিটে হোয়াইটনার বুলিয়ে কারচুপি করা হয়েছে, তা-ও জানানো হবে হাইকোর্টে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇