1/6: ৯ বছর বয়সে কী হয়? আমাদের এখানে একজন ৯ বছর বয়সী বালক বা বালিকা প্রাথমিক স্কুলের পাঠ চুকিয়ে হাইস্কুলে ভর্তি হয়। কারণ ৯ বছর বয়সটাকেই পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আদর্শ বলে মনে করা হয়। আচ্ছা আপনি ডেভিড বালোগন-কে চেনেন? হয়ত চেনার কথা নয়। কিন্তু চিনে রাখার মতোই কাজ করেছে এই ৯ বছর বয়সী খুদে শিশুটি।
2/6: আমেরিকার পেন্সিলভ্যানিয়ায় বাড়ি ডেভিড বালোগনের। তার বর্তমান বয়স মাত্র ৯। কিন্তু এই বয়সেই সে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে। শুধু তাই নয় স্নাতকোত্তর ডিগ্রির জন্য কলেজের ফার্স্ট সেমিস্টারের পড়াশোনাও শুরু করে দিয়েছে এই খুদে শিশুটি। কারণ তার লক্ষ্য একজন জ্যোতির্বিজ্ঞানী হয়ে ওঠা! এই কারণে ব্ল্যাক হোল নিয়ে জোরকদমে পড়াশোনা চালাচ্ছে ৯ বছরের ডেভিড!
3/6: শুনে অবাক হয়ে যাচ্ছেন তো? অবাক হওয়ারই কথা। আমাদের এখানে কেউ ভাবতেই পারে না ৯ বছরের একটি শিশু কলেজে যাবে। ডেভিডের বর্তমান বয়সের থেকে ঠিক দ্বিগুণ বয়স হলে তবে কলেজে পা রাখা যায়। কিন্তু বিরল প্রতিভাধর এবং উচ্চ মেধা সম্পন্ন ডেভিড ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো। আর তাই জটিল অঙ্ক, কম্পিউটার কোডিং ছোট বয়সে কিছুই তার কাছে বাধা হয়ে দাঁড়ায়নি।
4/6: বর্তমানে পেশাদার কম্পিউটার প্রোগ্রামারদের মত জটিল জটিল সব কোডিং অনায়াসে করে ফেলে এই নয় বছরের শিশু। তবে ডেভিড বালোগনকে শিশু বলাটা বোধহয় ঠিক হবে না, কারণ সে তো স্নাতক! হ্যারিসবার্গের রিচ সাইবার চার্টার স্কুল থেকে দূরশিক্ষায় গ্রাজুয়েট হয়েছে ডেভিড। এরপর সে বক্স কাউন্টি কমিউনিটি কলেজে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শুরু করেছে।
5/6: ডেভিডের এই বিরল প্রতিভায় তার শিক্ষকরা শুধু বিস্মিত নন, তাঁরা জানিয়েছেন এই শিশুর কাছ থেকে তাঁরাও অনেক কিছু শেখেন। সবচেয়ে বড় কথা তার প্রতিভা অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেছেন শিক্ষকরা। ডেভিডের মা রানিয়া বালোগন নিজের মুখে স্বীকার করেছেন, বয়স ৯ হলেও তাঁর সন্তান ইতিমধ্যেই পরিণতমনস্ক মানুষের মত ব্যবহার করে, তার বোধ বুদ্ধিও সেই রকমই।
6/6: এই শিশু স্নাতক নিজেই জানিয়েছে সে কেরিয়ার বিষয়ে এই বয়সেই সম্পূর্ণ ওয়াকিবহাল। কীভাবে চাকরি পেতে হয় সবকিছুই জানে। কিন্তু পেশাদার জগতে পা রাখার আগে সে আরও পড়াশোনা করে জ্যোতির্বিজ্ঞানী হয়ে উঠতে চায়। কারণ তার লক্ষ্য নাসায় গিয়ে গবেষণা করা।
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ WHATSAPP GROUP: Click Here
✅ TELEGRAM GROUP: Click Here
🔥 আরো আপডেট- Click Here