রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও এক নতুন চাকরির খবর নিয়ে হাজির হলাম। সম্প্রতি অগ্নিপথ স্কিমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ করা হবে।
অগ্নিপথ স্কিমে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিংক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীর আবেদন করতে পারেন।
অগ্নিপথ স্কিমে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে আলোচনা করা হলো।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
অগ্নিবীর (Agniveer- SSR)
বেতনঃ
এখানে অগ্নিপথ স্কিম অনুযায়ী ধাপে ধাপে বেতন দেওয়া হবে। প্রথম বছরের 30,000 টাকা, দ্বিতীয় বছরের জন্য 33,000 টাকা, তৃতীয় বছরের জন্য 36,000 এবং চতুর্থ বছরে 40,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
অগ্নিবির পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর জন্মতারিখ 01.11.1999 থেকে 30.04.2005 এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চমাধ্যমিকে অবশ্যই Math, Physics এছাড়াও Chemistry/Biology/Computer Science এই তিনটির মধ্যে যেকোনো একটি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
মোট শূন্যপদঃ
এখানে মোট 2800 শূন্যপদে নিয়োগ হবে।
নিয়োগ পদ্ধতিঃ
- শর্ট লিস্টিং।
- লিখিত পরীক্ষা।
- ফিজিক্যাল ফিটনেস টেস্ট।
- মেডিকেল টেস্ট।
আবেদন পদ্ধতিঃ
- অগ্নিবীর পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনে মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে ভারতীয় নৌ বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- এরপরে সঠিক তথ্য দিয়ে নিখুঁতভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত নথিপত্রগুলি আপলোড করতে হবে।
- সবশেষে আবেদনপত্র জমা দিয়ে ফাইনাল করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- বসবাসের প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 15.07.2022 |
আবেদন শুরু | 15.07.2022 |
আবেদন শেষ | 22.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-