কেন্দ্রীয় কৃষি এবং কিষান কল্যাণ মন্ত্রণালয় এর তরফ থেকে ইয়ং প্রফেশনাল নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা সহ মোট ১৭ টি সেন্টারে এই নিয়োগটি করা হবে। পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে।
আপনিও যদি এই চাকরির জন্য আবেদন করতে ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই নিয়োগের বিষয়ে ভালো করে একবার জেনে নিন। আজকের এই চাকরির জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, শূন্যপদ কয়টি রয়েছে, মাসিক বেতন কত করে দেওয়া হবে এবং কিভাবে আবেদন করা যাবে তা নিচে পরপর জানানো হলো।
Agriculture and Farmers Welfare Recruitment 2022
কৃষি এবং কিষান কল্যাণ মন্ত্রালয়ে নিয়োগের বিস্তারিত তথ্য (Agriculture and Farmers Welfare Recruitment Details)
পদের নাম: ইয়ং প্রফেশনাল (Young Professional)
মাসিক বেতন: প্রতিমাসে 50,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা: উক্ত ইয়ং প্রফেশনাল পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
- যে কোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে Agriculture/Horticulture বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। Horticulture/ Post-Harvest Technology/ Agriculture Economics/ Agriculture Engineering/ Post harvest Management/ Food technology/ Food Sciences- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে। অথবা,
- Horticulture/ Agriculture বিষয়ে MBA in Agri Business এর গ্রাজুয়েশন ডিগ্রী থাকতে হবে।
- কম্পিউটারে বিশেষ করে MS Office, Power Point, Excel ইত্যাদির কাজের দক্ষতা থাকতে হবে।
শূন্যপদ: 17 টি
ভারতের যে সমস্ত সেন্টারে নিয়োগ করা হবে:
কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জম্মু/ শ্রীনগর, নাসিক, পুনে, বিজয়ওয়াড়া, ভোপাল, গোয়ালিয়ার, ভুবনেশ্বর, দেহরাদুন, নাগপুর, পাটনা, রায়পুর এবং রাচি।
আবেদন প্রক্রিয়া:
(1) ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে এই নিয়োগের জন্য আবেদন করতে হবে।
(2) আবেদন করার সময় প্রথমেই আবেদনকারীকে তার মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
(3) রেজিস্ট্রেশন করার পর আবেদনের মেইন পেজ ওপেন হলে সেখানে আবেদনকারীকে তার নাম, বয়স অর্থাৎ জন্মতারিখ, ইমেল আইডি, শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন তথ্য পূরণ করতে হবে।
(4) অনলাইন ফর্ম পূরণ করার পর সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে।
(5) অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আবেদনপত্রের হার্ডকপি প্রিন্ট করতে হবে এবং সেটি নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্রের হার্ড কপি পাঠানোর ঠিকানা:
Managing Director, National Horticulture Board, Plot 85, Sector 18, Institutional Area, Gurugram (Haryana) Pin-122015.
আবেদন ফি:
এক্ষেত্রে আবেদন করার জন্য কোন টাকা লাগবে না।
আবেদনের শেষ তারিখঃ 27.11.2022 (27 নভেম্বর 2022)
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links: 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কল্যাণী এইমস-এ গ্রুপ-সি পদে চাকরি