রাজ্যের একটি জেলার কৃষি দফতর থেকে একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্যপদে কর্মী নিয়োগ করার কথা জানানো হয়েছে। মূলত গ্রুপ-সি পদে এখানে নিয়োগ করানো হবে। এখানে স্থায়ী ভাবে কর্মীদের নিয়োগ করা হবে না বরং 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
যে পদে নিয়োগ হবে
ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operators- DEO)
মোট শূন্যপদ
এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
দরকারি যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের –
(1) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
(2) কম্পিউটার অপারেশনে সার্টিফিকেট থাকতে হবে।
(3) উত্তরবঙ্গ এবং পাহাড়ে কৃষি উন্নয়ন কাজের সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
(4) কৃষি তথ্য সংগ্রহ, ডেটা এন্ট্রি, ডেটা প্রসেসিং এবং রিপোর্ট তৈরিতে কমপক্ষে 5
(5) বছরের একটানা অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তিতে কোনো বয়সসীমার কথা উল্লেখ করা নেই। তাই ১৮ বছরের বেশি বয়সী যোগ্য সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম
মাসিক 15,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
মোট 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান
কালিম্পং জেলাতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আমাদের এই পেজ থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে হাতে করে ড্রপ করে আসতে হবে বা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠানোর ঠিকানা
Office of the Deputy Director of Agriculture(Admn),
Kalimpong, Sailabash, 9th Mile, P, O.& Dist: Kalimpong PIN 734301.
আবেদনের সময়সীমা
27.04.2023 তারিখের সকাল 11 টার মধ্যে প্রার্থীদের আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউয়ের স্থান
Office of the Deputy Director of Agriculture, Kalimpong, Sailabash, 9th Mile, P, O.& Dist: Kalimpong PIN 734301.
ইন্টারভিউয়ের তারিখ
27 এপ্রিল, 2023 তারিখের দুপুর 2 টো থেকে শুরু হবে ইন্টারভিউ।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির খবর 👇👇
- দীর্ঘ ২৬ বছর পর রাজ্যের বন দফতরে নিয়োগের উদ্যোগ
- দীর্ঘ অপেক্ষার পর রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ শুরু হলো
- রামকৃষ্ণ মিশনে পার্ট টাইম শিক্ষিকা নিয়োগ