মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে গ্রুপ- ডি পদে চাকরি, অফলাইনে আবেদন করুন

Agriculture Department Group-D Jobs on Madhyamik Pass, Apply Offline

কৃষি বিজ্ঞান কেন্দ্র, কল্যাণ, পুরুলিয়াতে দুই ধরণের পদে কর্মী নিয়োগ করা হবে। এটি কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, নিউ দিল্লীর অধীনস্থ একটি শাখা।

দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে। আরও নিয়োগের ব্যাপারে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আর জানতে এটি সম্পূর্ণ পড়ুন।

নোটিশ নং- KVK/Rect.02/2023-24

নোটিশ প্রকাশ- 26.06.2023

(1) পদের নাম- ড্রাইভার / Driver/T1

শূন্যপদ-

মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা-

নূন্যতম দশম শ্রেণী পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ITI সার্টিফিকেট থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ভ্যালিড সরকারি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও মোটর মেকানিক কাজের অভিজ্ঞতা থাকলে সুবিধা পাওয়া যাবে।

বয়সসীমা-

এই পদের জন্য সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম-

প্রার্থীদের মাসিক বেতন লেভেল-1 অনুযায়ী দেওয়া হবে।

(2) পদের নাম- ম্যাসন / Skilled Support Staff

শূন্যপদ-

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা-

নূন্যতম দশম শ্রেণী পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ITI সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি টু হুইলার লাইসেন্স এবং আঞ্চলিক ভাষায় জ্ঞান থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা-

এই পদের জন্য সর্বোচ্চ 25 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম-

প্রার্থীদের মাসিক বেতন লেভেল-1 অনুযায়ী দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি-
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি-
এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
সাথে পাঠাতে হবে একটি ডিমান্ড ড্রাফট।

আবেদন পাঠাবার ঠিকানা-
Secretary, Krishi Vigyan Kendra, Kalyan, P.O.- Vivekanandanagar, District: Purulia, West Bengal, PIN- 723147

আবেদন মূল্য পাঠাবার ঠিকানা-
Account Name: Kalyan Krishi Vigyan Kendra, President
Account No.: 0742010104219
Bank details: Punjab National Bank
Branch Name: Vivekananda Nagar
IFSC Code: PUNB0074220

আবেদন মূল্য- 
জেনারেল, OBC, EWS পুরুষদের 200 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। SC, ST, PH, WOMEN প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের তারিখ-
অফিসিয়াল নোটিশ প্রকাশের 20 দিনের মধ্যে আবেদন পাঠাতে হবে। হিসেব মত 16 জুলাই 2023 এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অফলাইনে আবেদন: Application Form

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleক্লাস- 12 এর ছাত্রছাত্রীদের ফোন কেনার 10,000 টাকা কবে দেওয়া হবে? জানুন বিস্তারিত আপডেট
Next articleমাধ্যমিক পাশে অনলাইনে আবেদনের মাধ্যমে ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here