এয়ারপোর্টে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

AI airport services limited recruitment 2023

AI এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফে কোচিন এবং কালিকট এয়ারপোর্টে তিন ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- AIASL/HRD-SR/MAA/23-09/02

নোটিশ প্রকাশের তারিখ- 29.09.2023

যে পদে নিয়োগ করা হবে

1. হ্যান্ডিম্যান / Handyman

শূন্যপদ- কোচিন এয়ারপোর্টে মোট 224 টি এবং কালিকটে 55 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের,

1) মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

2) ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হবে।

বয়সসীমা- 28 বছর বয়স অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- মাসিক 20,130 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে।

2. ইউটিলিটি এজেন্ট / Utility Agent

শূন্যপদ- কোচিন এয়ারপোর্টে মোট 23 টি এবং কালিকটে 16 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের,

1) হেভি মোটর ভেইকেল লাইসেন্স থাকতে হবে।

2) Mechanical/Electrical/ Production / Electronics/ Automobile এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়সসীমা- 28 বছর বয়স অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- মাসিক 23,640 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে।

3. জুনিয়র অফিসার- টেকনিক্যাল / Junior Officer-Technical

শূন্যপদ- কোচিন এয়ারপোর্টে মোট 5 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের,

1) হেভি মোটর ভেইকেল লাইসেন্স থাকতে হবে।

2) Mechanical/ Automobile / Production / Electrical / Electrical & Electronics / Electronics and Communication Engineering এ B. Tech করে থাকতে হবে।
বয়সসীমা- 28 বছর বয়স অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- মাসিক 28,200 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের। সাথে নানান ভাতা এবং জয়েনিং বোনাস দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ফিজিক্যাল টেস্ট এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীকে নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

3 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এই প্রতিবেদনের নীচে থাকা লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 8 নং পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।

এরপর ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে। সাথে 500 টাকা মূল্যের একটি ডিমান্ড ড্রাফটও দিতে হবে প্রার্থীদের।

ইন্টারভিউয়ের দিন এবং সময়

2 এবং 3 নং পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে 17/10/2023 তারিখের, সকাল 09.00 থেকে। অন্যদিকে 1 নং পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে 18 এবং 19/10/2023 তারিখের, সকাল 09.00 থেকে।

ইন্টারভিউ স্থানের ঠিকানা

Sri Jagannath Auditorium,
Near Vengoor Durga Devi
Temple, Vengoor, Angamaly,
Ernakulam, Kerala,
Pin – 683572

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 দামোদর ভ্যালি কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে

👉 রাজ্যে ৬ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, জানুন নিয়োগের বিস্তারিত আপডেট

👉 মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েত অফিসে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 SSC এর শিক্ষক নিয়োগের সমস্যা মিটতে চলেছে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু করলেন এই মন্তব্য

Previous articleরাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
Next articleপরীক্ষা সঠিক সময়েই হবে আর স্বচ্ছতার সাথেই হবে, গুরুত্বপূর্ণ কথা বললেন শিক্ষামন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here