AIASL Recruitment 2024: এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, আহমেদাবাদ এয়ারপোর্টে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে হ্যান্ডিম্যান ও হ্যান্ডিওম্যান পদে কর্মী নিয়োগ হচ্ছে। এখানে মোট শূন্যপদের সংখ্যা ১৪২টি।
আগ্রহী চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে নির্বিশেষে উভয় প্রার্থী এখানে আবেদনের যোগ্য।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, বয়সসীমা, বেতন, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় তুলে ধরা হল।
নিয়োগকারী সংস্থা | AIASL |
পদের নাম | হ্যান্ডিম্যান ও হ্যান্ডিওম্যান |
শূন্যপদ | ১৪২ টি |
বেতন | ২২,৫৩০/- টাকা |
আবেদন পদ্ধতি | সরাসরি ইন্টারভিউ |
অফিশিয়াল পোর্টাল | aiasl.in |
পদ এবং শূন্যপদের বিবরণ
পদের নাম- এখানে যে পদে নিয়োগ হচ্ছে সেটি হল হ্যান্ডিম্যান ও হ্যান্ডিওম্যান।
শূন্যপদ- এখানে মোট শূন্যপদের সংখ্যা ১৪২টি (হ্যান্ডিম্যান- ১৩১ টি ও হ্যান্ডিওম্যান- ১১ টি)।
শিক্ষাগত যোগ্যতা
এই পদগুলোতে আবেদন করতে হলে আগ্রহ চাকরিপ্রার্থীকে দশম শ্রেণী পাশ করতে হবে এবং ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। এছাড়া স্থানীয় ও হিন্দি ভাষায় সম্মুখ জ্ঞান থাকা জরুরী।
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ২২,৫৩০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়স সীমা
এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৮ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা ৩ বছর, SC/ST প্রার্থীরা ৫ বছর এবং PwBD প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। তারপর এই পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে ইন্টারভিউের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইন বা অফলাইন কোন ভাবেই আবেদন করতে হবে না। আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া আবেদন ফরমটি ডাউনলোড করে সেটা নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিতে হবে।
আরও আপডেটঃ IRCTC Recruitment 2024: ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, মাধ্যমিক পাশে এখনই আবেদন করুন
আবেদন ফি
জেনারেল/ OBC প্রার্থীদের জন্য- ৫০০/- টাকা
SC/ ST/ PwBD প্রার্থীদের জন্য- কোন ফি লাগবেনা
ইন্টারভিউের তারিখ ও সময়সূচী
হ্যান্ডিম্যান- ০৪/১১/২০২৪ ও ০৫/১১/২০২৪, সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০
হ্যান্ডিওম্যান- ০৬/১১/২০২৪, সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০
ইন্টারভিউ এর স্থান- RTO Circle Play Ground, Opposite Collector Office, Beside Ashraye Inn hotel, Ahmedabad 380027
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদনপত্র- Download Now
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল নোটিশ- Download Now