কলকাতা এয়ারপোর্টে নিয়োগ: মাধ্যমিক পাশে আবেদন করুন, মাসিক বেতন ২৪,৯৬০/- টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AIASL Recruitment 2024: পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর নিয়ে এসেছে এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড (AIASL)। কলকাতা বিমানবন্দরে একাধিক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আগ্রহী চাকরিপ্রার্থী নুন্যতম মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। তাই যারা এয়ারপোর্টে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। 

আজকের প্রতিবেদনে জানিয়ে দেব এখানে কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মোট শূন্যপদ কত আছে, বয়স সীমা, বেতন কাঠামো, আবেদন প্রক্রিয়া ইত্যাদি বিষয়গুলি। 

নিয়োগকারী সংস্থাAIASL
পদের নামইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার ও হ্যান্ডিম্যান
শূন্যপদ১৪২ টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
মাসিক বেতন২৪,৯৬০/- টাকা
আবেদনের শেষ তারিখ৩১/১০/২০২৪
আবেদন পদ্ধতিঅনলাইন

AIASL Recruitment 2024: পদ ও শূন্যপদের বিবরণ 

এয়ার ইন্ডিয়া ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড (AIASL)-এর তরফ থেকে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল- 

  • ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার ও 
  • হ্যান্ডিম্যান

এখানে মোট শূন্য পদের সংখ্যা ১৪২ টি। 

পদের নামশূন্যপদ
ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার৩০ টি
হ্যান্ডিম্যান১১২ টি

 AIASL Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা 

এখানে দুটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সেগুলি হল-  

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং বৈধ HMV ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।  
  • হ্যান্ডিম্যান- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং ইংরেজি পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। এছাড়াও স্থানীয় ভাষা এবং হিন্দি ভাষায় সম্যক জ্ঞান থাকা জরুরী। 

AIASL Recruitment 2024: বয়সসীমা

এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ২৮ বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে উর্ধসীমায় ছাড় পাবে।

ক্যাটাগরিবয়সের ছাড়
OBC৩ বছর
SC/ST৫ বছর
PWD১০ বছর

AIASL Recruitment 2024: বেতন কাঠামো 

এখানে দুটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। সেগুলি হল-  

  • ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার- মাসিক বেতন ২৪,৯৬০/- টাকা।
  • হ্যান্ডিম্যান- মাসিক বেতন ২২,৫৩০/- টাকা।

AIASL Recruitment 2024: নিয়োগ প্রক্রিয়া 

এখানে ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার পদের জন্য সর্বপ্রথম ট্রেড টেস্ট এবং ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। তারপর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

কিন্তু হ্যান্ডিম্যান পদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে এবং তারপর ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবে তাদেরকেই নিয়োগ করা হবে। 

AIASL Recruitment 2024: আবেদন প্রক্রিয়া 

এখানে প্রার্থীদের অনলাইনে গুগল ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এই গুগল ফর্মের লিংক আমাদের প্রতিবেদনের নীচে দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি প্রার্থীদেরকে ফর্মটি ওপেন করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আরও আপডেট: Larsen & Toubro Internship 2024: বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের সুযোগ, আবেদন করলেই মাসে 20000 টাকা

AIASL Recruitment 2024: প্রয়োজনীয় ডকুমেন্ট 

এখানে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হল-

  • মাধ্যমিক পাশ সার্টিফিকেট,
  • জন্ম সার্টিফিকেট,
  • পরিচয় পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড। 

AIASL Recruitment 2024: আবেদন ফি

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে। এই আবেদন ফি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এছাড়া নীচে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আবেদন ফি পেমেন্ট করা যাবে।

AIASL Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু- ০১ অক্টোবর, ২০২৪
  • আবেদন শেষ- ৩১ অক্টোবর, ২০২৪

AIASL Recruitment 2024: গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল নোটিশ- Download Now

অফিশিয়াল ওয়েবসাইট- Visit Now

গুগল ফর্মের লিঙ্ক- Apply Now

Leave a Comment