AIESL-এ 45 হাজার টাকা বেতনের চাকরি, নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানুন | AIESL Recruitment 2023

AIESL Recruitment 2023

AI Engineering Services Limited (AIESL) এর তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কতকগুলি পদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের 5 বছরের চুক্তিতে এখানে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদেরও এখানে আবেদন করার সুযোগ থাকছে। কেননা নির্বাচিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে কলকাতা, মুম্বাই এবং দিল্লিতে। নিয়োগ সংক্রান্ত বাকী সমস্ত তথ্যগুলি এইবার আমরা একে একে জানাবো। 

নোটিশ নং – AIESL/HR-HQ/2023/3259

নোটিশ প্রকাশ – 05.04.2023

যে সমস্ত পদে নিয়োগ হবে

1) এরো মেকানিক (Aero Mech)

2) অ্যাভিওনিকস (Avionics)

মোট শূন্যপদ

Aero Mech. এবং Avionics এর জন্য যথাক্রমে 12 টি এবং 11 টি পদ রয়েছে। মোট

শূন্যপদের সংখ্যা 23 টি।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের Aeronautical/ Mechanical/ Electrical/ Electronics/ Communication/ Instrumentation/ Engineering এ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সেই সাথে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 35 বছরের নীচে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো

প্রার্থীদের অভিজ্ঞতা এবং যোগ্যতার উপর ভিত্তি করে 45,000 থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতি বছর 5,000 টাকা করে বেতন বৃদ্ধি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়োগ পদ্ধতি

পার্সোনাল ইন্টারভিউ (Personal Interview) এর মাধ্যমে প্রার্থীদের এখানে বাছাই করা হবে।

নিয়োগের সময়কাল

প্রাথমিকভাবে 5 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদনপত্রটি প্রিন্ট করে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভরে এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করে স্পিড পোস্টের মাধ্যমে নীচের ঠিকানায় পাঠান।

আবেদন পাঠাবার ঠিকানা

Chief Human Resource Officer (CHRO),
AI Engineering Services Limited
Personnel Department,
2nd Floor, CRA Building, Safdarjung Airport
Complex, Aurobindo Marg,
New Delhi – 110003. 

আবেদনের সময়সীমা 

26 এপ্রিল, 2023 তারিখের বিকেল 5 টার মধ্যে উপরে দেওয়া ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇