দেশের সমস্ত AIIMS-এ 3000 এর বেশি শূন্যপদে বিশাল এক নিয়োগেরবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সারা দেশের জব ভ্যাকান্সি হওয়ায় পশ্চিমবঙ্গ থেকেও ছেলে এবং মেয়েরা এখানে আবেদন করতে পারবে। প্রার্থীদের নির্বাচিত করা হবে Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET) এর মাধ্যমে। বেশি কথা না বাড়িয়ে চলুন এবার আমরা এইমসের এই নিয়োগের বিষয়ে ভালো করে জেনে নিই।
নোটিশ নং – 76/2023
নোটিশ প্রকাশ – 12.04.2023
যে পদে নিয়োগ হবে
নার্সিং অফিসার (Nursing Officer)
মোট শূন্যপদ
এখানে 18 টি AIIMS মিলিয়ে মোট 3055 টি শূন্যপদ রয়েছে।
রাজ্যের একমাত্র AIIMS যা কল্যানীতে অবস্থিত, সেখানে 24 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের B.Sc. (Hons.)/ B.Sc. Nursing / B.Sc. Post-Basic ডিগ্রি থাকতে হবে।
অথবা, GNM ডিগ্রির সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
বয়সসীমা
18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুসারে।
চাকরির মাসিক বেতন
প্রার্থীদের Rs.9300-34800 টাকা এবং 4600 গ্রেড পে দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET) দ্বারা প্রার্থীদের এখানে নির্বাচিত করা হবে।
এটি একটি অনলাইন পরীক্ষা যেখানে 3 ঘন্টায় 200 টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে।
আবেদন পদ্ধতি
www.aiimsexams.ac.in ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য UR দের জন্য 3000 টাকা এবং বাকি প্রার্থীদের 2400 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। PWD প্রার্থীদের জন্য কোনো আবেদন মূল্য রাখা হয়নি।
আবেদনের সময়সীমা
5 মে, 2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
পরীক্ষার তারিখ – 03 জুন 2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- মাধ্যমিক পাশে অয়েল ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি
- রাজ্যের শিশু সুরক্ষা দফতরে চাকরি
- রাজ্যের জেলা হেলথ ডিসট্রিক্টে চাকরি
- ৭৫০০ শূন্যপদে কেন্দ্রীয় সরকারের চাকরির বিজ্ঞপ্তি