AIIMS এ গ্রুপ-সি পদে চাকরি! মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

aiims bhopal recruitment notification 2023

এইমস ভোপালে বহু সংখ্যক শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। এখানে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- ADM-2(3)/AIIMSBhopal/RC/2023/01

নোটিশ তারিখ- 30.09.2023

যেসব পদে নিয়োগ হবে

1. সোশ্যাল ওয়ার্কার / Social Worker

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

2. অফিস/স্টোর অ্যাটেনডেন্ট / Office / Store Attendant

শূন্যপদ- 40 টি শূন্যপদ রয়েছে।

3. লোয়ার ডিভিশন ক্লার্ক / Lower Division Clerk

শূন্যপদ- 32 টি শূন্যপদ রয়েছে।

4. স্টেনোগ্রাফার (এস) / Stenographer

শূন্যপদ- 34 টি শূন্যপদ রয়েছে।

5. ড্রাইভার / Driver

শূন্যপদ- 16 টি শূন্যপদ রয়েছে।

6. জুনিয়র ওয়ার্ডেন / Junior Warden

শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।

7. ডিসেকশন হল অ্যাটেনডেন্টস / Dissection Hall Attendant

শূন্যপদ- 8 টি শূন্যপদ রয়েছে।

8. আপার ডিভিশন ক্লার্ক / Upper Division Clerk

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

9. ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Operator

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

10. জুনিয়র স্কেল স্টেনো / Junior Scale Steno

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

11. সিকিউরিটি-কাম-ফায়ার জমাদার / Security-cum-Fire Jamadar

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

12. স্টোর কিপার-কাম-ক্লার্ক / Store keeper-cum-Clerk

শূন্যপদ- 85 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

এখানে মোট 12 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর থেকে 35 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

পদ অনুসারে লেভেল 4 থেকে লেভেল 7 পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের aiimsrbl.edu.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। সবশেষে দিতে হবে আবেদন মূল্য।

আবেদন মূল্য

আবেদন মূল্য নিম্নরূপ:

  • 1. Gen/OBC/EWS- 1,200 টাকা
  • 2. SC/ST- 600 টাকা
  • 3. PWD- আবেদন মূল্য নেই।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু হয়েছে- 06/10/2023
  • আবেদন শেষ হবে- 30/10/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ICMR এ গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 SSB তে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্য মৎস্য উন্নয়ন দপ্তরে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে

👉 রাজ্যে নতুন ১২ হাজার পুলিশ নিয়োগ, এর মধ্যে ১ হাজার স্পেশাল নিয়োগ

Previous articleESIC তে অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, 30 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে
Next articleIACS এ গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here