বর্তমানে দেশে মোট 19 টি All India Institute Of Medical Science (AIIMS) রয়েছে। এর মধ্যে ওড়িশার ভুবনেশ্বরের AIIMS শাখাটিতে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।
মহিলা এবং পুরুষ উভয়েই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নোটিশ নং- AIIMS.BBSR/RECT/2023/990/B&C/1583
নোটিশ প্রকাশ- 01/07/2023
নিয়োগের বিস্তারিত তথ্য
যে সব পদে নিয়োগ হবে
এখানে মোট 72 ধরণের শূন্যপদ রয়েছে। এর মধ্যে রয়েছে Assistant Administrative Officer, Librarian, Senior Hindi Officer, Vocational Counsellor, Cashier, Electrician, Gas Mechanic, Junior Administrative Assistant ইত্যাদি বিভিন্ন ধরণের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট। বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
শূন্যপদ
সমস্ত পদ মিলিয়ে মোট 775 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে মোট 72 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 45 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।
বেতনক্রম
পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন লেভেল 1 থেকে সর্বোচ্চ লেভেল 8 এর হিসেবে পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
Computer Based Test এর মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচন করা হবে। টেস্টের সিলেবাস পরবর্তীতে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের https://aiimsbhubaneswar.nic.in/ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
জেনারেল এবং OBC প্রার্থীদের 3000 টাকা এবং SC, ST, EWS প্রার্থীদের 2400 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।
আবেদনের তারিখ
আবেদন শেষ হবে – 30/07/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- জেলা শিশু সুরক্ষা দফতরে চাকরি
- IIT খড়গপুরে নন টিচিং স্টাফ নিয়োগ
- কল্যানী AIIMS এ 26 হাজার 100 টাকা মাসিক বেতনচাকরির
- প্রাইমারি শিক্ষক নিয়োগের নিয়ে মুখ খুললেন গৌতম পাল
- দক্ষিণ পূর্ব রেলে চাকরি, প্রতিমাসে 32 হাজার টাকা বেতন