AIIMS রায়পুরে অনেক ধরণের পোস্টে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানকার পদগুলি গ্রুপ-A, B ও C পদে ধরণের।
দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নোটিশ নং- RC/NF-R/3/2023
নোটিশ প্রকাশ- 17/06/2023
নিয়োগের বিস্তারিত তথ্য
(1) পদের নাম- টিউটর / ক্লিনিকাল ইন্সট্রাক্টর / Tutor/ Clinical Instructor
শূন্যপদ- এখানে 12 টি শূন্যপদ রয়েছে।
(2) পদের নাম- সিনিয়র নার্সিং অফিসার / Senior Nursing Officer
শূন্যপদ- এখানে 127 টি শূন্যপদ রয়েছে।
(3) পদের নাম- সিনিয়র হিন্দি অফিসার / Senior Hindi Officer
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(4) পদের নাম- ডায়েটিসিয়ান / Dietician
শূন্যপদ- এখানে 10 টি শূন্যপদ রয়েছে।
(5) পদের নাম- লাইব্রেরীয়ান / Librarian Grade III
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
(6) পদের নাম- অকুপেশনাল থেরাপিস্ট / Occupational Therapist
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
(7)পদের নাম- স্টোর কিপার / Store Keeper
শূন্যপদ- এখানে 8 টি শূন্যপদ রয়েছে।
(8) পদের নাম- টেকনিক্যাল অফিসার (ডেন্টাল) / Technical Officer (Dental) (Dental Technician)
শূন্যপদ- এখানে 3 টি শূন্যপদ রয়েছে।
(9) পদের নাম- ফার্মাসিস্ট / Pharmacist
শূন্যপদ- এখানে 27 টি শূন্যপদ রয়েছে।
(10) পদের নাম- জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার / Jr. Medical Record Officer
শূন্যপদ- এখানে 5 টি শূন্যপদ রয়েছে।
(11) পদের নাম- জুনিয়র স্কেল স্টেনো (হিন্দি) / Jr. Scale Steno (Hindi)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
(12) পদের নাম- ডিসপেন্সিং অ্যাটেন্ডেন্ট / Dispensing Attendants
শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।
(13) পদের নাম- ইলেকট্রিশিয়ান / Electrician
শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।
(14) পদের নাম- ডিসেকশন হল অ্যাটেনডেন্টস / Dissection Hall Attendants
শূন্যপদ- এখানে 8 টি শূন্যপদ রয়েছে।
(15) পদের নাম- মেকানিক / Mechanic
শূন্যপদ- এখানে 6 টি শূন্যপদ রয়েছে।
(16) পদের নাম- স্টোর কিপার / Store Keeper-cum-Clerk
শূন্যপদ- এখানে 85 টি শূন্যপদ রয়েছে।
(17) পদের নাম- ওয়্যারম্যান/Wireman
শূন্যপদ- এখানে 20 টি শূন্যপদ রয়েছে।
(18) পদের নাম- হাসপাতালের অ্যাটেনডেন্ট / Hospital Attendant Gr. III
শূন্যপদ- এখানে 30 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে মোট 18 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।
বেতনক্রম
এখানে পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন Level-1 থেকে সর্বোচ্চ Level-10 হিসেবে, পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষার ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষার ডিটেইলস সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.aiimsraipur.edu.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
জেনারেল, EWS এবং OBC পুরুষ প্রার্থীদের 1000 টাকা এবং SC, ST, PWD, WOMEN প্রার্থীদের 100 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।
আবেদনের তারিখ
আবেদন শেষ হবে – 19/07/2023 তারিখে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- মাসিক বেতন 50 হাজার টাকায় রাজ্যের পৌরসভায় চাকরি
-
IBPS এর মাধ্যমে 4545 টি ক্লার্ক পদে নিয়োগ
- মাধ্যমিক পাশে ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ
- মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে গ্রুপ- ডি পদে চাকরি