বর্তমানে দেশে মোট 19 টি AIIMS রয়েছে। এর মধ্যে রাজস্থানের যোধপুরের AIIMS শাখাতে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে কর্মী নিয়োগ করা হবে।
মহিলা এবং পুরুষ উভয়েই এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- AIIMS.JDH/Admn/Rect./05/2023
নোটিশ প্রকাশ- 20/09/2023
1. পাবলিক হেলথ নার্স / Public Health Nurse
শূন্যপদ- মোট 01 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- নার্সিং ডিগ্রির সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা- 21 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 47600 থেকে 151100 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. মেডিকো সোশ্যাল ওয়ার্কার / Medico Social Worker
শূন্যপদ- মোট 03 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সোশ্যাল ওয়ার্কে মাস্টার্সের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা- 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 44900-142400 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
3. সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার / Psychiatric Social Worker
শূন্যপদ- মোট 03 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সাইকোলজিতে মাস্টার্সের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা- 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 44900-142400 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
4. ডায়েটিশিয়ান / Dietician
শূন্যপদ- মোট 10 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সাইকোলজিতে মাস্টার্সের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা- 21 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 44900-142400 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
5. লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট / Legal Assistant
শূন্যপদ- মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- ল নিয়ে গ্র্যাজুয়েশনের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা- 30 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 44900-142400 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
6.লাইব্রেরীয়ান গ্রেড 1/ Librarian Grade I (Documentalist)
শূন্যপদ- মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- লাইব্রেরী সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশনের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা- 21 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 44900-142400 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
7. অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার / Assistant Security Officer
শূন্যপদ- মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- যে কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশনের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা- 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 35400-112400 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
8. লাইব্রেরীয়ান গ্রেড III/ Librarian Grade III
শূন্যপদ- মোট 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- লাইব্রেরী সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশনের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা- 21 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 35400-112400 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
নিয়োগের সময়সীমা
দুই বছরের জন্য নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের http://www.aiimsjodhpur.edu.in. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
- General/OBC/EWS- 3,000 টাকা।
- SC/ST/PwBD- 2,400 টাকা।
আবেদনের সময়সীমা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নোটিশ প্রকাশের পর থেকে 20 দিন পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। হিসাব মত আবেদন জানানোর শেষ দিন 10/10/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ
👉 WBPSC এর মাধ্যমে গ্রুপ-সি নিয়োগ, প্রকাশিত হলো নতুন বিজ্ঞপ্তি
👉 মাধ্যমিক পাশে ক্লার্কশিপে চাকরি! মোট শূন্যপদ 5,500 টি, জানুন বিস্তারিত আপডেট
👉 WBPSC মিসলেনিয়াস নিয়োগ ২০২৩, প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
👉 এই বছর হবে না ফুড SI পরীক্ষা! তাহলে কবে হবে? বিস্তারিত জানুন