উত্তরপ্রদেশের AIIMS রায়বেরেলিতে 36 ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে দেশের সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানকার পদ গুলি গ্রুপ-B এবং গ্রুপ-C ধরণের। মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন। এখানকার আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- AIIMS/Rbl/ Rec/Non-faculty/ 2023-24/293
নোটিশ প্রকাশ- 06.10.2023
যেসব পদে নিয়োগ হবে
1. Assistant Accounts Officer
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
2. Assistant Engineer (Civil)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
3. Audiologist
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
4. Dental Hygienist
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
5. Dietician
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
6. Executive Assistant (N.S)
শূন্যপদ- 6 টি শূন্যপদ রয়েছে।
7. Hindi Officer
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
8. Junior Assistant Officer
শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।
9. Junior Engineer (A/C&R)
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
10. Junior Engineer (Civil)
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
11. Junior Engineer (Electrical)
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
12. Junior Hindi Translator
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
13. Pharmacist
শূন্যপদ- 7 টি শূন্যপদ রয়েছে।
14. Profusionist
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
15. Optometrist
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
16. Personal Assistant (S)
শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।
17. Technician (Radiology)
শূন্যপদ- 7 টি শূন্যপদ রয়েছে।
18. Technicians (Laboratory)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
19. Laundry Supervisor
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
20. Lower Division Clerk
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
21. Medical Record Technicians
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
22. Stenographer
শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে।
23. Upper Division Clerk
শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।
এছাড়াও আরও অনেক ধরণের পদ রয়েছে এখানে। বিশদভাবে জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন।
যোগ্যতা
এখানে মোট 36 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
বয়সসীমা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর থেকে 35 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
পদ অনুসারে লেভেল 4 থেকে লেভেল 7 পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের https://aiimsrbl.edu.in/ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। সবশেষে দিতে হবে আবেদন মূল্য।
আবেদন মূল্য
আবেদন মূল্য নিম্নরূপ:
1. Unreserved/OBC- 3,500 টাকা
2. SC/ST/EWS/Woman- 1,770 টাকা
3. PWD – আবেদন মূল্য নেই।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু হয়েছে- 17/09/2023
- আবেদন শেষ হবে- 06/10/2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যে CMOH এ অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 560 টি শূন্যপদে ভারতীয় কয়লা সংস্থায় কর্মী নিয়োগ, মাসিক বেতন 50 হাজার টাকা
👉 জেলা আদালতে গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 কল্যানী AIIMS এ গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরির বিজ্ঞপ্তি, মোট 22 ধরনের পদে কর্মী নিয়োগ
👉 পশ্চিমবঙ্গের 6টি জেলায় এডুকেশন সুপারভাইজার পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ